নিজস্ব প্রতিবেদক।। বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বাহী ট্রাকে হামলার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী
ও এলাকাবাসী জানায়, ঘটনার দিন শনিবার বিকেলে ৫ শত জনের একটি ত্রানবাহী
ট্রাক নিয়ে বুড়িচং উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মনির হোসেন
বাকশীমূল গ্রামে অসহায় ও বন্যা দুর্গত মানুষের জন্য মোকাম থেকে তার লোকজন
নিয়ে ত্রাণ দিতে গেলে বাকশীমুল গ্রামের একদল সন্ত্রাসী মনির হোসেনের
ত্রাণবাহী ট্রাক অবরুদ্ধ করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে
হামলা চালায়। পরে উপায়ন্ত না পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মনির হোসেন ও তার
স্বেচ্ছাসেবী কর্মী এবং ত্রাণবাহী ট্রাক নিয়ে কোনরকম সন্ত্রাসীদের হাত
থেকে প্রাণে বেচে আসেন।
এ ব্যপারে বাকশীমুল গ্রামের জামাল হোসেনের ছেলে
প্রত্যক্ষদর্শী সুমন মিয়া বলেন, আমাদের সামনে বাকশিমুল গ্রামের শরিফ ও
তরিকুল ইসলামের নেতৃত্বে এলাকার অটো রুবেল, আবু কাউসার, মাহবুবুল আলম,
শরিফ-২, সুমন (গাউস) এবং জাহেদ মিলে হামলা চালিয়ে ত্রাণবাহী ট্রাক লুট করার
চেষ্টা করে। এ সময় সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেনের সাথে
ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সবুজ।
এ
ব্যপারে এলাকাবাসী আরো জানান, শরিফুল ইসলাম নিজ এলাকার বিভিন্ন সময়
চাঁদাবাজি ও সন্ত্রাসী করে থাকেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। শরিফ এলাকা
সাধারণ মানুষের উপর বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে
হয়রানি করারও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি
মনির হোসেন বলেন, আমি দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সবুজকে
সাথে নিয়ে অসহায় ও বানবাসী মানুষের জন্য একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে
প্রায় ৫ শত জনের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিলাম কিন্তু সন্ত্রাসীদের কারণে আমি
এগুলো বানভাসি মানুষের কাছে পৌঁছাতে পারেনি।
এ ব্যাপারে বুড়িচং উপজেলা
নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু দিন আগে ভরাসার এলাকায় এরকম একটা
অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছিল আমিসহ সেনাবাহিনীর সদস্য গিয়ে তাৎক্ষণিক
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।