কুমিল্লার
লাকসামে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরিত্যক্ত বাসা থেকে গত মঙ্গলবার
সন্ধ্যায় শাহজান হোসেন সাইমুন (১৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার
করেছে পুলিশ।
নিহত যুবক জেলার পাশ্ববর্তী মনোহগঞ্জ উপজেলার বিপুলাসার
ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাশিপুর গ্রামের দিনমজুর আবদুল হান্নানের ছেলে। সে
ব্যাটারী চালিত অট্রো মিশুকের ড্রাইভার।
পুলিশ জানায়, গত মঙ্গলবার
বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরিত্যক্ত বাসার উত্তর অংশের কিচেন
রুমের ভেতরে হাত-পা বাঁধা গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এক কিশোর
প্রথমে সেনাবাহিনীকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে কুমিল্লা জেলা পুলিশের
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আশফাকুজ্জান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও
লাকসাম সার্কেল অফিসার সোমেন মজুমদার, ও লাকসাম থানা পুলিশের ওসি
শাহাবুদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওইদিন রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
উপজেলা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম জানায় এ বাসাটি
অনেক আগেই সরকারি ভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অধিকাংশ সময় বাসা
গুলোতে বখাটেরা বিভিন্ন অপরাধের ঘটনা ঘটিয়েছে। তা প্রশাসনকে জানানো হয়ে
ছিল। বাসার আশপাশে বন্যার পানি। তাই এদিকে আমাদের যাওয়া হয় না। আজকের ঘটনার
বিষয় পুলিশের মাধ্যমে জেনেছি।
লাকসাম থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন খান
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় ঘটনাস্থলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ
সুপার ক্রাইম আশফাকুজ্জান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লাকসাম সার্কেল
অফিসার সোমেন মজুমদার পরিদর্শন করেছেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধিন এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জেলা
পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লাকসাম সার্কেল অফিসার সোমেন মজুমদার
বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেয়া
হয়েছে।