বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
ব্রাহ্মণপাড়া আমনের চারা সংকট, দুশ্চিন্তায় কৃষক
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৪ এএম |

  ব্রাহ্মণপাড়া আমনের চারা সংকট, দুশ্চিন্তায় কৃষক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বন্যাকবলিত এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ক্ষেতে আবার রোপা আমনের চারা রোপণের চেষ্টা করছেন কৃষকরা। কিন্তু, কোথাও চারা সংকট এবং কোথাও চারার দাম বেশি হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামের বন্যাদুর্গত কৃষক আবদুল মান্নান বলেন, ৮০ শতাংশ  জমির আমন ক্ষেত ৭ দিন পর্যন্ত পানিতে নিমজ্জিত ছিল। প্রায় শতভাগ আমনের চারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, নতুন করে আমনের চারা সংগ্রহের চেষ্টা করছি। কিন্তু, এখনো কোথাও তা পাইনি। যদি আমনের চারা পাই তাহলে জমি তৈরি করে আবার ধান লাগাতে পারব। চারা না পেলে এ বছর জমি খালি রাখতে হবে।
একই গ্রামের কৃষক মনির মিয়া জানান, এক কানি (৬০ শতাংশ) জমি চাষাবাদ করে যে ফসল পান, তা দিয়ে ৫ সদস্যের সংসার চলে। কিন্তু এবারের বন্যায় পুরো জমির রোপা আমনই নষ্ট হয়ে গেছে। পানি নামার পর পুনরায়  জমি তৈরি করেছি। কিন্তু কোথাও আমনের চারা পাচ্ছি না।
চান্দলা ইউনিয়নের খামরচারা গ্রামের কৃষক আবুল কালাম আজাদ মিয়া জানান, রোপা আমন ক্ষেত নষ্ট হলেও বন্যায় সেই জমিতে পলি জমেছে। ফলে এখন ফসল আরও ভালো হবে। সেই আশায় ধারদেনা করে জমি প্রস্তুত করছি । কিন্তু আমনের চারা না পাওয়ায় বিপাকে পরবো।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, এবারের বন্যায় উপজেলার ০৮ টি ইউনিয়নে রোপা আমনের ৫ হাজার ৪ শত ৩০ হেক্টর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিল। কিন্তু গোমতী ও সালদানদী ভাঙাপড়ে পুরো উপজেলা প্লাবিত হয়ে যায়। বন্যার আগে আমনের লক্ষমাত্র আর্জত হয়েছিল ১২শত ১৫ হেক্টর। যা সমস্ত  জমির ফসল নষ্ট হয়েছে। কৃষি বিভাগের হিসাবে, ক্ষতিগ্রস্ত জমিতে পুনরায় আমনের চাষ করতে ২৭৩ হেক্টর জমির বীজতলা প্রয়োজন। কিন্তু বন্যায় বীজতলার ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো উপজেলাতে আমনের চারার চরম অভাব দেখা দিয়েছে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়াউপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, বন্যা ও পাহাড়ি ঢলে রোপা আমন মৌসুমে ধানের চারা পুরো নষ্ট হয়ে যায়। পুরো উপজেলায় চারা সংকট দেখা দিয়েছে। তবে আশা করি, এটা কিছুটা সময়সাপেক্ষ চারা প্রস্তুত করা যাবে। কৃষকদের মাঠপর্যায়ে এ বিষয়ে বেশকিছু পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের চলতি রোপা আমন ধানের চারা সংকটের কারণে চারার চাহিদা জোগান দেওয়ার জন্য কৃষকরা পরস্পরকে সহযোগিতা করে আসছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে প্রণোদনাও দেওয়া হয়েছে। আশা করি, তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে।













সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে শিক্ষকের সাথে অশোভন আচরণের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২