রোববার ২২ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১
বন্যার্তদের সফিউল আলম রায়হানের ত্রাণ বিতরণ
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪১ এএম |

  বন্যার্তদের সফিউল আলম রায়হানের ত্রাণ বিতরণ
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে কুমিল্লা জেলা। আর এই বন্যায় জেলার ১৪ উপজেলার প্রায় ১১ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর এই পানিবন্দী মানুষরা খাবারের অভাবে রয়েছেন অনাহারে কিংবা অর্ধাহারে। 
আর এই বন্যার্ত মানুষদের কথা চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির আহবায়ক হাজী ইয়াছিনের তত্ত্বাবধানে ১নং কালির বাজার ইউনিয়ন এর বল্লভপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে আমড়াতলী ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছেন কুমিল্লা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সফিউল আলম রায়হান ও উপজেলার বিএনপির যুগ্ম অহবায়ক মুস্তফা সারওয়ার  
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিতদের মাঝে এই ত্রাণ বিতরণ করেছেন তিনি। 
এসময়, সফিউল আলম রায়হান বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি জননেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাইয়ের সার্বিক সহযোগিতায় ১নং কালির বাজার ইউনিয়ন এর বল্লভপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে আজ সারাদিন কুমিল্লা আদর্শ সদর উপজেলা'র ৪নং আমড়াতলি ইউনিয়ন এর বন্যায় প্লাবিত ৫টি গ্রামের জনসাধারনের মাঝে চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরন করি। এ পাঁচটি গ্রাম হলো কালকার পার, সিমড়া, কাডানিশা , রামপুর ও রসুলপুর।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সদস্য আমরাতলী ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ-সভাপতি খানে আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সুমন, আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য নজির,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আজাদ সহ আমরাতলী ইউনিয়ন বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এ কার্যক্রমে সহায়তা করেন।
 












সর্বশেষ সংবাদ
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
‘দখলদারিত্ব বন্ধ হয়নি, শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে’
লালমাইয়েবাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে ... হাবিব উন নবী সোহেল
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২