সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ সফলতার সাথে শেষ করেছে বাংলাদেশ দল। পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। দেশে ফিরে ক্রিকেটাররা খুব একটা বিশ্রামের সুযোগ পাননি। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে নাজমুল হোসেন শান্তরা ফিরেছেন অনুশীলনে।
আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ঘাম ঝরাতে দেখা গেছে। লিটন দাস থেকে শুরু করে মুশফিকুর রহিম, শরিফুল ইসলামরা মিরপুরের সেন্টার উইকেটে ক্রিকেটাররা আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন।
এদিন এবাদত হোসেনকেও দেখা গেছে বোলিং করতে। ছিলেন তাইজুল ইসলাম, রিশাদ হোসেনরাও। আর ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন দেশি কোচ সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুলরা।
সর্বশেষ পাকিস্তান সিরিজের আগেও ক্রিকেটাররা দেশি কোচদের অধীনে দীর্ঘদিন অনুশীলন ক্যাম্প করেছিল। পাকিস্তান সিরিজের পর ছুটিতে যাওয়া বিদেশি কোচদের আগামী ১২ সেপ্টেম্বর নাগাদ দেশে ফেরার কথা।
১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে আগামী বুধবারের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি।