হোমনা
প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের
অভ্যন্তরে বছরের পর বছর ধরে চলছে কলেজিয়েট নামের একটি কিন্ডারগার্টেন
স্কুল। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। কলেজের
সাবেক অধ্যক্ষের তত্ত্বাবধানে চলছে ওই কিন্ডারগার্টেনে রমরমা বাণিজ্য।
এলাকাবাসী,
কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, কলেজের সাবেক
অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম কলেজে যোগদানের পর ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার
জন্য শিক্ষার মানোন্নয়নের নামে তাঁর সার্বিক ব্যবস্থাপনায় কলেজের ভিতরে
কলেজের আসবাব পত্র ব্যবহার করে ৩২ বছর ধরে এই কিন্ডার গার্টেনের কার্যক্রম
চালিয়ে যাচ্ছে।
১৯৯২ সাল থেকে কলেজের ভেতরেই অবৈধভাবে কিন্ডারগার্টেন
স্কুলটির কার্যক্রম চলমান থাকলে ও এ জন্য কলেজকে কোন ভাড়া বা কোন অনুদান
প্রদান করা হয়নি। শুধু তাই নয় স্কুলের ভাড়া বাবদ মাসিক ২ হাজার টাকা
কলেজ ফান্ডে জমা দেয়ার কথা থাকলে ও প্রায় সাড়ে ৭ লাখ টাকা কলেজ ফান্ডে জমা
দেয়া হয়নি।
এ দিকে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের আকৃষ্ট করতে
কিন্ডারগার্টেন পরিচালনায় কলেজের শিক্ষকের নাম প্রচার করা হলেও স্বল্প
বেতনে অদক্ষ কয়েক জন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে এর শিক্ষা কার্যক্রম।
বর্তমানে ওই কিন্ডারগার্টেনে শিক্ষার্থী আছে ১৫০ থেকে ২০০ জন। তাদের কাছ
থেকে প্রতি মাসে ৩০০ টাকা করে বেতন আদায় করা হচ্ছে । এ ছাড়া ভর্তি ফি বাবদ
প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নেয়া হচ্ছে ৫০০ টাকা। এবং স্কুল ড্রেস,ডায়েরী
বাবদ নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা।
বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিজয়ের পর
সর্বক্ষেত্রে সংস্কারের প্রশ্নে স্থানীয়দের দাবি কলেজের ভেতরে
কিন্ডারগার্টেন চলেতে পারে না। কিন্ডার গার্টেন একটি ব্যবসা তাই নিজস্ব
জায়গায় বা ভাড়া করা ভবনে স্কুল চালানোর পরামর্শ দিয়েছেন এলাকাবাসি।
এ
বিষয়ে রামকৃষ্ণপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও কলেজিয়ট কিন্ডার গার্টেনের
ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম মুঠোফোনে জানান, এলাকার শিক্ষার মান
উন্নয়নের লক্ষে ১৯৯২ সালে এ কলেজিয়েট কিন্ডার গার্টেন প্রতিষ্ঠিত হয়। এর
জন্য কলেজ ফান্ডে প্রতিমাসে ২ হাজার টাকা করে জমাদেয়া হয়েছে।
এ
ব্যাপারে কলেজের বর্তমান অধ্যক্ষ মো. লোকমান হোসেন জানান, এই স্কুলটি আগে
থেকে চলছে। এর জন্য কলেজ তহবিলে কোন অর্থ জমা হয়নি। এক মাসের সময় দিয়ে
কিন্ডার গার্টেন সরাতে নোটিশ প্রদান করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ জানান, কলেজের ভেতরে কিন্ডার গার্টেন স্কুল
আছে, সেটা আমার জানা নেই। কলেজের ভেতরে কিন্ডারগার্টেন স্কুল থাকার কোনো
সুযোগ নেই।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা জানান, কলেজের
ভেতরে কিন্ডারগার্টেন স্কুল চালানোর বিষয়টি জানতে পেরে তা সরাতে অধ্যক্ষকে
নির্দেশ দিয়েছি। যদি সড়ানো না হয় তা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
হবে।