শুক্রবার ১৪ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১
কাউন্টিতে ফেরাটা রাঙালেন সাকিব
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৮ এএম |






যেখানে শেষ করেছিলেন সেখানেই যেন শুরুটা করলেন সাকিব আল হাসান। অবশ্য ব্যাটে নয়, বোলিংয়ে। তবে সুযোগ আছে ব্যাটিংয়েও রাঙানোর। ২০১৯ বিশ্বকাপে এই টনটনেতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
১২৪ রানের ইনিংসের বিপরীতে এবার এই মাঠের ফেরাটা ৯৭ রানে ৪ উইকেট দিয়ে রাঙিয়েছেন।
মাঠ একই হলেও দলের নামে পরিবর্তন এসেছেন। বাংলাদেশের বিপক্ষে এবার খেলেছেন কাউন্টির দল সারের হয়ে। সেটিও আবার ২২ বারের চ্যাম্পিয়নদের হয়ে অভিষেকে।
এক ম্যাচের জন্য অবশ্য এই দলের হয়ে খেলবেন তিনি। সমারসেটের বিপক্ষে ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন, সারের হয়ে ছাপ রাখতে চান তিনি। সেই ছাপ রাখলেন বল হাতে নিয়েই।
টনটনে সবমিলিয়ে ৩৩.৫ ওভার বোলিং করেছেন তিন সংস্করণের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ৯৭ রান দিয়ে শিকার করেছেন সমারসেটের টম অ্যাবেল, কেসি অলড্রিজ, ক্রেগ ওভারটন ও ব্রেট র‌্যান্ডেলকে। এর মধ্যে দলীয় ৯০তম ওভারে আউট করেন অলড্রিজ ও ওভারটনকে। সমারসেটের প্রথম ইনিংসের শেষটা করেছেন র‌্যান্ডলকে এলবিডব্লুর ফাঁদে ফেলে। তার ৪ ও পেসার ড্যানিয়েল ওরেলের ৩ উইকেটের  বিনিময়ে ৩১৭ রানে সমারসেটকে অলআউট করেছে সারে।
এর আগে উস্টারশায়ারের হয়ে দুই মৌসুম মিলিয়ে ৯ ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছিলেন ৪১২। আর তার নামের পাশে উইকেট ছিল ৪২টি।















সর্বশেষ সংবাদ
দাউদকান্দিতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ
মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল
সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও জুলাই বিপ্লবে আহতদের সম্মানে কুবি শাখা শিবিরের ইফতার
কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া ইউনিয়ন পরিষদের নেতাদের সম্মানে এবি পার্টির মতবিনিয়র সভা ও ইফতার মাহফিল
তিতাসে ব্যবসায়ী ফোরামের আয়োজনেইফতার মাহফিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা হলেন হাজী ইয়াছিন
১৬ বছর যাবৎ পৌর মার্কেটের ২৬ দোকানের ভাড়া আত্মসাৎ
মুয়াজ্জিনের পায়ে গুলি করে পঙ্গু করে ওসির বিরুদ্ধে মামলা
‘বিমানবন্দরেই ডাকাতদের টার্গেট হন প্রবাসীরা’
যুব ও ক্রীড়া বিভাগ জামায়াতে ইসলামী কুমিল্লা ৬নং ওয়ার্ডের ইফতার মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২