কুমিল্লায়
বন্যায় ২২ হাজার হেক্টর রোপা আমন ধান বিনষ্ট হয়েছ। ৩ হাজার হেক্টর আমনের
বীজতলাও ভেসে গেছে বন্যায়। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বিনামূল্যে ধানের
চারা ও সার দেয়া হবে বলে জানিয়েছন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সাম্প্রতিক বন্যায় রোপা আমনের বীজ তলা ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ হওয়ায় চারা
সঙ্কটে পড়ে চাষীরা। সঙ্কট উত্তরণে সরকারিভাবে চাষীদের চারা ও বীজ দেয়ার
সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এছাড়া বেসরকারি ভাবেও বিভিন্ন সংস্থা ও সংগঠন কৃষকদের বিনা মূল্যে চারা
দিয়ে সহযোগিতা করছেন।
কৃষি বিভাগের তথ্য মতে, এবার কুমিল্লা জেলায়
অন্তত ৬০ হাজার হেক্টর কৃষি ফসলি জমি বন্যায় প্লাবিত হয়েছে। এর মধ্যে
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রোপা আমন ধান।