এসিআই
মোটরস লিমিটেড এর পক্ষ থেকে কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত
বিপুল সংখ্যক ফোটন পিকআপ গাড়িকে বিনামূল্যে সার্ভিস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপি নগরীর ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ার
বাজার বিশ^রোড এলাকায় ফোটন গাড়ির সার্ভিস উৎসব উপলক্ষ্যে সকাল ৯টা থেকে
সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ জন টেকনিশিয়ান ৮০ টির বেশি ফোটন পিকআপ গাড়িকে
সার্ভিস দিয়েছেন।
সিনিয়র ইঞ্জিনিয়ার নাছিরের নেতৃত্বে এফ আর মোটরস এর
তত্ত্বাবধানে ২০ জনের টিম এ সার্ভিস প্রদান করেছেন। এসিআই মোটরস লিমিটেড এর
পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও
লক্ষীপুর জেলায় যেসব গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িগুলো পুনরায় সচল করার
লক্ষ্যে বিনামূল্যে এ সার্ভিস প্রদান করছেন বলে জানা গেছে।