কুমিল্লার
আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলন কারীদের উপর হামলাকারী একজন পুলিশের হাতে গ্রেফতার
হয়েছে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্র জানায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার
ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় গত ৪ আগষ্ট দুপুরে বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একদল আন্দোলন বিরোধী আগ্নেয়াস্ত্র দেশীয়
অস্ত্র দা ছেনী নিয়ে হামলা চালায় এবং ছাত্রদের কে লক্ষ্য করে গুলি ছুড়ে।
এদের ৪০-৫০ জনের মত আহত হয়।
রোজ রবিবার হামলাকারীরা হামলা চালায়। এর
মধ্যে আন্দোলন কারী ছাত্র মোঃ ফারুকের হাতের কবজিতে গুলিবিদ্ধ হয়।তাকে
উদ্ধার করে কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রাঃ) লিঃ হাসপাতালে নেওয়া হয়।
কর্তব্য রত ডাঃ ওমর ফারুক ভূইয়া হাতের কবজি থেকে ১টি গুলি বের করে
প্রয়োজনীয় চিকিৎসা দেন। এ হামলার ঘটনায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর
কাবিলা এলাকার
মোঃ আবদুল করিমের ছেলে মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে গত ৬
সেপ্টেম্বর ৬৯ জনকে নামীয় আসামি ও অজ্ঞাতনামে ৬০/৭০ জনকে আসামি করে একটি
মামলা দায়ের করেন।
এই মামলার ৫৮ নং আসামি কুমিল্লা আদর্শ উপজেলার দৈয়ারা
শরৎনগর এলাকার শের আলী ওরফে শের আলীর ছেলে কামরুল হাসান আশিক (২০)
কুমিল্লা কোতয়ালী মডেল থানার এস আই নুরুল হাকিম সঙ্গীয় পুলিশ ফোর্স গত
বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা
কোর্টের মাধ্যমে বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে।
এস আই
নুরুল হাকিম জানান বুধবার রাতে মামলার আসামি কামরুল হাসান আশীককে অভিযান
চালিয়ে তার এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে কোতোয়ালি মডেল থানার
পুলিশ আসামি কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।