কুমিল্লার
দেবিদ্বারে গত ৪ আগষ্ট দুপুরে ছাত্রআন্দোলনে গুলিতে নিহত আবদুর রাজ্জাক
রুবেল হত্যা ঘটনায় করা মামলা থেকে বাঁচতে সাক্ষী ও এলাকাবাসীর বিরুদ্ধে
‘পাল্টা মামলা’ করার অভিযোগ উঠেছে। রুবেল হত্যা মামলার অন্যতম আসামী রাজু
সরকারের স্ত্রী বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। রাজু সরকার বর্তমানে
কুমিল্লা কারাগারে আছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার মুক্তিযুদ্ধ চত্ত্বরে আয়োজিত
একটি মানববন্ধন কর্মসূচী থেকে এমন অভিযোগ করেন নিহত রুবেলের স্বজন ও
এলাকাবাসী।
মানববন্ধন এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, কুমিল্লা
উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন, পৌর বিএনপির
আহবায়ক ভিপি মাহফুজুর রহমান, পৌর যুবদলের সভাপতি মো. শাহ্ জামান মুন্সী,
পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান। রুবেলের পরিবোরের পক্ষে বক্তব্য রাখেন,
রুবেলের মা হোসনে আরা বেগম, চাচা মো. আবু তাহের, ইউনুছ মিয়া ও বোন লাভলী
আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ সেপ্টেম্বর রুবেল হত্যা
মামলার অন্যতম আসামী রাজু সরকারের স্ত্রী সুমি আক্তার বাদি হয়ে কুমিল্লা
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে ৩৬ জনের নাম উল্লেখ করে একটি
মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত রুবেলের
পরিবারের সদস্যসহ গ্রামের লোকজনদেরকে আসামী করা হয়েছে। প্রকৃতপক্ষে, রাজু
স্ত্রী আসামী রাজুকে বাঁচানোর জন্য উদ্দেশ্যেপ্রণোদীত ভাবে ওই মামলা দায়ের
করেছেন। আগামী তিন দিনের মধ্যে যদি রাজু স্ত্রীর করা মিথ্যা মামলা
প্রত্যাহার করা না হয় তাহলে ছাত্রজনতার আন্দোলনে দেবিদ্বারের মাটি আবার
উত্তপ্ত হয়ে উঠবে।