পাকিস্তানের
মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ দল এবার ভারত সফরে যাচ্ছে।
যাদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো টেস্ট জিততে পারেনি টাইগাররা। দুই দলের ১২
বারের মুখোমুখি দেখায় ১১টিতেই জিতেছে ভারত, বৃষ্টির কল্যাণে বাকি একটি
ম্যাচ ড্র হয়েছে। তবে পাকিস্তানকে হারানোয় বাংলাদেশ দলকে নিয়ে বেশ সতর্ক
রোহিত শর্মার দল। আজ (শুক্রবার) বেশ গোপনীয়তা মেনেই তারা অনুশীলন সেরেছে।
ভারতীয়
সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আজ ভারতীয় দলের অনুশীলন ছিল ‘ক্লোজড ডোর’।
অর্থাৎ গোপনীয়তা বজায় রাখতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। এই সিরিজ দিয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিশ্রামে থাকা ভারতীয় দলের মোটামুটি সব
তারকা ক্রিকেটারই মাঠে নামছেন। যদিও মাঝে সাদা বলের একটি সিরিজ খেলতে
শ্রীলঙ্কায় গিয়েছিলেন রোহিত-কোহলিরা।
এর আগে চলতি বছরের মার্চে
সবশেষ টেস্ট ম্যাচ খেলেছে ভারত। সেই হিসেবে প্রায় ছয় মাস পর লাল বলের
ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় দল। তার ওপর পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে
জেতা নাজমুল হোসেন শান্তর দল বেশ আত্মবিশ্বাসী। তাই বাংলাদেশের বিপক্ষে এই
সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন গম্ভীর। শিষ্যদের প্রস্তুতিতে তিনি কোনো
ফাঁক রাখতে চাইছেন না। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই
সিরিজ গুরুত্বপূর্ণ উভয় দলের জন্য, বিশেষত ভারত কোনো পয়েন্ট হারাতে রাজি
নয়!