কুমিল্লা
শহরে অন্যতম প্রাচীন মসজিদ ছোটরা পূর্বপাড়ায় (২নং ওয়ার্ড) অবস্থিত
জংলিবিবি জানে মসজিদ এর নবগঠিত পরিচালনা কমিটি ১৩ সেপ্টেম্বর শুক্রবার
ঘোষিত হয়েছে। ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বিল্লাল এর সার্বিক
তত্ত্বাবধানে এবং এলাকার সকল মুসল্লিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে
এ কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রেজ্জাক,
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম আশরাফ মুকুল এবং কোষাধ্যক্ষ মোঃ
কামরুল হাছান টিপু। ৪৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি
পদের সারওয়ারে আলম বাচন, সহ-সভাপতি আলমগীর হোসেন ভাণ্ডারী ও জিয়াউল হক ইতি,
সহ-সাধারন সম্পাদক পদে মোঃ তারিকুল আলফ টুটুল ও সহ-কোষাধ্যক্ত পদে আবুল
কুদুম এবং দাতা সদস্য কাজী খোরশেদ আলম লাকী নির্বাচিত হন। তাছাড়া এডভোকেট
আব্দুল মমিন ফেরদৌসকে প্রধান উপদেষ্টা করে ৭ (সাত) সদস্যের একটি উপদেষ্টা
পরিষদ গঠিত হয়।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী জংলীবিবি জামে মসজিদটি ১৭৯০ইং সালে
মরহুমা মাছুমা খাতুন প্রকাশ জংলীবিবি প্রতিষ্ঠা করেন। ৩ গম্বুজ বিশিষ্ট
ঐতিজ্ঞাসিক এই মসজিদটি মুলিম স্থাপত্যের অনন্য ঐতিহ্যধারণ করে কালের সাক্ষী
হিসাবে সযত্নে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে মসজিদটির মূল কাঠামো ঠিক রেখে
পর্যাপ্ত সংস্কারের মাধ্যমে যুগপোযোগী তিন তলায় রূপান্তরিত করা হয়েছে।