লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের ঘাটার ইসলামিক সেন্টারে ( শনিবার ১৪ সেপ্টেম্বর) সকালে ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির লাকসাম শাখার উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও বন্যার্তদের মাঝে ঔষধ প্রদান করা হয়।
দিনব্যাপী এই মেডিকেল সেবা ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন ডাঃ রাজেশ্বর রায়,(এম বি বি এস সি ইউ), তিনি বন্যার্তদের চিকিৎসা সেবা দিয়ে নিজেকে গর্বিত মনে করেন এবং বলেন মানবতার সেবায় আমাদের এই কার্যক্রম চলবে।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, সিএসএস এর সমির কুমার পাল, প্রোগ্রাম ম্যানেজার, মোঃ আব্দুল মালেক, রিজিওনাল ম্যানেজার, প্রবোধ রায়, লাকসাম শাখার ব্রাঞ্চ ম্যানেজার সহ ইসলামিক সেন্টারের তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন। সিএসএস এন জি ও কর্মকর্তাগন জানান, বন্যার্তদের চিকিৎসা সেবা ও সব ধরনের ঔষধ প্রদান করা হয়েছে এই মেডিকেল ক্যাম্পে।
আমরা ১৫০ জন বন্যা দুর্গতদের এই সেবা দিয়েছি।আমরা ধারাবাহিক ভাবে কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় এই মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করবো। এছাড়াও বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় আমাদের ৮ টি শাখার উদ্যোগে এক হাজার মানুষকে নগদ এক হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে। এভাবে মানবতার কল্যাণে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে চলবে।