রোববার ২২ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১
চেন্নাইয়ে
বাংলাদেশের জন্য মরণফাঁদ তৈরি করছে ভারত!
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩১ পিএম |

বাংলাদেশের জন্য মরণফাঁদ তৈরি করছে ভারত!
বল ঘুরবে। আধিপত্য দেখাবেন স্পিনাররা। রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে প্রতিপক্ষের ব্যাটারদের। ভারতের মাটিতে টেস্ট সিরিজ মানেই এ এক চেনা চিত্র। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা, ভারতের মাটিতে স্পিনিং পিচে এসে খাবি খেয়েছে সকলেই। এসজি বলের কারিশমা আর অশ্বিন-জাদেজা জুটি ভারতকে ঘরের মাঠে টেস্টে করেছে অপ্রতিরোধ্য। 
একই অবস্থা এবার দেখা যাবে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, প্রথম টেস্টের জন্য চেন্নাইয়ে রীতিমতো মরণফাঁদ তৈরি করছে ভারত। থাকবে সেই চিরচেনা লাল মাটির পিচ। তাতে সুইং আর স্পিন দুটোই থাকবে। রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজারা বাংলাদেশ সিরিজের ক্যাম্পে যোগ দিয়েই তাই লম্বা সময় পার করেছেন পিচে। 
রবীন্দ্র জাদেজা আর অশ্বিন সকালের সেশনে লম্বা সময় বোলিং করেছেন লাল মাটির পিচে। গৌতম গম্ভীর চেয়েছেন ক্লোজ ডোর অনুশীলন। তাই ভেতরের ছবি আর অনুশীলন সম্পর্কেও খুব বেশি ধারণা পাওয়া যায়নি। তবে যতখানিই ছবি সামনে এসেছে, তাতে এই কথা অনুমেয়, আরও একবার স্পিনসহায়ক পিচ তৈরি করছে ভারত। 
চেন্নাইয়ের চিপাকের পিচের সবশেষ রেকর্ড বলছে, লাল মাটির এই পিচে বোলারদের জন্যই সুবিধা থাকছে সবচেয়ে বেশি। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে হারের পর থেকে ২০২১ পর্যন্ত এই মাঠে অপরাজিত ছিল ভারত। যদিও ২০২১ সালে এসে ইংল্যান্ডের কাছে হারতে হয় তাদের। সেটা অবশ্য জো রুটের ২১৮ রানের অসামান্য এক ইনিংসের সুবাদে। 
এদিকে ভারতের ব্যাটিং অনুশীলন থেকেও পাওয়া গিয়েছে স্পিন সহায়ক পিচের আভাস।  দুটি নেটে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং বিরাট কোহলি ব্যাটিং অনুশীলন করেন। স্পিনারদের বিপক্ষে সুইপ, রিভার্স সুইপের পাশাপাশি এগিয়ে এসে শট খেলারও অনুশীলন করেন ভারতীয় ব্যাটাররা। কনভেনশনাল সুইপ খেলার পাশাপাশি তারা প্যাডেল সুইপও অনুশীলন করেছেন। এ কথা স্পষ্ট, ভারতের এমন অনুশীলন স্পিনের বিপক্ষে প্রস্তুতির কথা মাথায় রেখে নেয়া হয়েছে। 
ভারতের গণমাধ্যমের অনুপস্থিতিতে ক্রিকেট বোর্ডের প্রকাশিত ছবিই বাংলাদেশের বিপক্ষে পিচ সম্পর্কে ধারণা পাওয়ার সবচেয়ে ভালো উপায়। সে ছবি অনুযায়ী, লাল মাটির পিচে ঘাসের উপস্থিতি ছিল একেবারেই কম। ৫ দিন পর থেকে শুরু হতে যাওয়া টেস্টে পিচ তাই শুষ্ক থাকবে, এমনটা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে পিচে যথেষ্ট পরিমাণ ফাটল থাকবে। যা স্পিনারদের জন্য হবে বাড়তি পাওয়া। 
প্রথম টেস্টের জন্য তাই ভারত যে পুরোপুরি স্পিন নির্ভর এক পিচ সাজাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। বাংলাদেশের সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলামরা এর বিপরীতে কেমন করেন, সেটা এখন বড় এক প্রশ্ন।












সর্বশেষ সংবাদ
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
‘দখলদারিত্ব বন্ধ হয়নি, শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে’
লালমাইয়েবাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে ... হাবিব উন নবী সোহেল
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
নগরীর চাঙ্গিনীতে দখলকৃত সরকারি রাস্তাটি আজও দখলমুক্ত হয়নি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২