বশিরুল ইসলাম:
বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) এর লিভর্ণ শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
হয়েছেন কুমিল্লার হাছান সৌওদাগর। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা
ইউনিয়নের টংগিরপাড় সৌওদাগর বাড়ীর মোসলেম সৌওদাগরের পুত্র। হাছান সৌওদাগর
দীর্ঘ ১৫ বছর ধরে ইতালিতে অবস্থান কালে বিএনপিকে সুসংগঠিত করাসহ দলীয়
কর্মকান্ডে ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন। তার কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে গত
২২ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ইতালি শাখার মো: আফিল উদ্দিনকে সভাপতি, মো: আশিক মিয়াকে সাধারণ সম্পাদক ও হাছান সৌওদাগরকে সাংগঠনিক সম্পাদক করে ৪২ সদস্য
বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি শাখার সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ
সম্পাদক ঢালি নাসির উদ্দিন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া
গিয়েছে। উক্ত কমিটিতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইতালি লিভর্ণ শাখার সাংগঠনিক
সম্পাদক নির্বাচিত হয়ে হাছান সৌওদাগর সকলের সহযোগীতা কামনাসহ বিএনপি’র
সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি প্রবাসীদের
প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।