কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'ইস্পাহানীয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়' এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটি সমাজের জন্য বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন হলেও এটি বিশ্ববিদ্যালয়ের বাইরেও সমাজের উন্নয়নে কাজ করে আসছে।
বর্তমান ৪র্থ কার্যনির্বাহী কমিটিতে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে -একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস(এ আই এস) বিভাগের শিক্ষার্থী, রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতি এর সাবেক সভাপতি ও কুমিল্লা নগরীর ৬নং ওয়ার্ডের কৃতি সন্তান শারাফাত হোসেন কে এবং সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়েছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও কুমিল্লা বুড়িচং এর কৃতি সন্তান মো: রাজিব খানকে।
বুধবার ১৮ সেপ্টেম্বর সংগঠনটির মডারেটর ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক, সাবেক সভাপতি মো: রাকিন মাহতাব বনী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও উপদেষ্টা মন্ডলীতে আছেন মোহাম্মদ আইনুল হক-সহযোগী অধ্যাপক-একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইসরাত জাহান লিপা-সহকারী অধ্যাপক-নৃবিজ্ঞান বিভাগ, রেনেসাঁ আহমেদ সায়মা-সহকারী অধ্যাপক -ইংরেজি বিভাগ,কাশমী সুলতানা-লেকচারার -আই. সি. টি. বিভাগ,আবু ওবিদা রাহিদ-লেকচারার- ব্যবস্থাপনা বিভাগ।
এছাড়াও পরামর্শক কমিটিতে আছেন মাহমুদুর রহমান মাসুম (লোকপ্রশাসন বিভাগ-১ম তম আবর্তন),আরিফুল হাসান খান বাপ্পি ( অর্থনীতি বিভাগ-৮ম আবর্তন)
ও স্থায়ী কমিটিতে আছেন নাজমুল সবুজ ( লোকপ্রশাসন বিভাগ – ১০ম তম আবর্তন, আতিকুজ্জামান তানজীল ( লোকপ্রশাসন বিভাগ-১০ম তম আবর্তন, ফয়সাল আহমেদ (লোকপ্রশাসন বিভাগ- ১১ তম আবর্তন),আহসান হাবীব ( সি.এস.ই. বিভাগ- ১১ তম আবর্তন,আব্দ্লুাহিল মারুফ (লোকপ্রশাসন বিভাগ-১১ তম আবর্তন,সাইফুল ইসলাম ( আইন বিভাগ -১১ তম আবর্তন),মোঃ রাকিন মাহতাব বনী (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ-১২ তম আবর্তন,মোহাম্মদ রাকিবুল ইসলাম (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ -১২ তম আবর্তন)
নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ১৩ আর্বতনের সামিউল ইসলাম জিসান, সাঈদ বিন মামুন, নাফিজ আহমেদ ভূইয়া, কানিজ ফাতেমা। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১৪ আর্বতনের হাসিন মাহতাব মাহিন, মেহেদী হাসান সজিব, সাদিয়া ইসলাম এবং ১৫ তম আর্বতনের কাজী জুহায়ের আনান লাজিম। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ১৫ তম আর্বতনের ইমরুল হাসান রাহাত, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ১৫ তম আর্বতনের তাসমিয়া তানহা, আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ১৫ তম আর্বতনের মো: সামিউল আলম, প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ১৫ তম আর্বতনের আল ফাহিম, দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ১৬ তম আর্বতনের বিল্লাল হোসেন, উপদপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ১৬ তম আর্বতনের মেহেদি হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ১৬ তম আবর্তনের মাহিয়া মুসাওয়াত অর্চি।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ১৬ তম আর্বতনের ফয়সাল আহমেদ, সাদিয়া কামাল বর্ষা, লায়লা তারান্নুম, উম্মে ইসা ও ১৭ তম আর্বতনের শাকিলা সুলতানা ঊর্মি। উল্লেখ্য, আগামী ছয় (৬) মাসের জন্য এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।