দেশের
মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫১তম
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে আগামী ৮ অক্টোবর। প্রথমে
প্রতিষ্ঠানপর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর উপজেলা বা থানা, জেলা,
উপ-অঞ্চল, অঞ্চল এবং সবশেষ জাতীয় পর্যায়ে এ ক্রীড়া প্রতিযোগিতা হবে।
মঙ্গলবার
(১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক
(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীমের সই করা বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কোন পর্যায়ে কবে প্রতিযোগিতা শুরু হবে এবং
কতদিন চলবে সেই সময়সূচিও জানানো হয়েছে।
সময়সূচি অনুযায়ী— স্কুল, মাদরাসা
ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর।
উপজেলা বা থানা পর্যায়ে শুরু হবে ৯ অক্টোবর, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
জেলায় ১৪-১৬ অক্টোবর, উপ-অঞ্চলে ১৮-২০ অক্টোবর, অঞ্চল পর্যায়ে ২২-২৪
অক্টোবর এবং সবশেষ ২৬-৩০ অক্টোবর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ
জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ প্রতিযোগিতার আয়োজন
করেছে। এ সংগঠনের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সব খেলা পরিচালিত হবে বলেও
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।