রোববার ২২ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১
এ দেশ আমাদের বৈষম্যহীনসেবা প্রদানের শিক্ষা দিয়েছে
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:৪৬ এএম |





 
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শতশত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশ আমাদেরকে বৈষম্যহীন সেবা প্রদানের শিক্ষা দিয়েছে। এনআইডি সেবাসহ সকল ক্ষেত্রে সবাইকে একই মানের সেবা প্রদান করতে হবে। স্মার্ট পরিচয়পত্রটি হলো সকলের ইউনিক আইডি, এখানে নাগরিকের সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই কার্ডটি গুরুত্ব সহকারে ব্যবহার করতে হবে। আল্লাহ তায়ালা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন,ততদিন বৈষম্যহীন সেবা দিয়ে যাব ইনশাল্লাহ।
শফিউল আজিম মঙ্গলবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুব আলম তালুকদার, আইডিইএ-২এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান, আইডিইএ-২এর পরিচালক হাসানুজ্জামান। 
তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আসফাকুজ্জামান, জাহাপুর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী সৈকত আহাম্মদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন, দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুব উর রহমান, ইউডিএফ জাহিদুল ইসলাম, মুরাদনগর থানার ওসি মাহবুবুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহাম্মদ মীর প্রমুখ। 
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক ও স্কাউটসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নে ভোটার হওয়া ৩ লক্ষ ৩৮ হাজার লোকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।















সর্বশেষ সংবাদ
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
‘দখলদারিত্ব বন্ধ হয়নি, শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে’
লালমাইয়েবাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে ... হাবিব উন নবী সোহেল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২