নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে বিএডিসি ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায়
কুমিল্লা জেলা বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন বিগত কমিটি বিলুপ্ত করে মোঃ
রফিকুল ইসলাম খন্দকারকে আহবায়ক ও রকিবুল হায়দারকে সদস্য সচিব করে ৯ সদস্য
বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের সাবেক সভাপতি শ্রী লক্ষণ সাহা
ও সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল হায়দার। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা
হলেন, কাউসার আলম, ইকবাল হোসেন, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, আবুল হাশেম,
ফরিদ উদ্দিন ও কাউসার।
কুমিল্লা জেলা বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন সাবেক
সভাপতি শ্রী লক্ষণ সাহা'র সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথিদের মধ্যে
উপস্থিত ছিলেন মহানগর কৃষকদল আহবায়ক কাজী শাহিনুর, বিএনপি নেতা ফয়েজ উল্লা,
সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম মজুমদার, নগরীর ২১ নং
ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সোয়েব আহমেদ জুয়েল প্রমুখ।
সভায় বক্তব্য
রাখেন কুমিল্লা জেলা বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক
রকিবুল হায়দার, সাবেক ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন , সদস্য মোঃ কাউসার
আলম (নাঙলকোট), মোবারক হোসেন (মেঘনা), মোস্তফা (লালমাই), ইকবাল হোসেন
(দাউদকান্দি), সোলাইমান (বুড়িচং), জাহাঙ্গীর আলম (মনোহরগঞ্জ), আবুল হাশেম
(লাকসাম) সহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন উপজেলার বীজ
ডিলারগণ উপস্থিত ছিলেন।