স্বাধীন
সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই,কারিগরি শিক্ষার অব মূল্যায়ন, মানিনা মানবো
না এ স্লোগানে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা
ইঞ্জিনিয়ারিং( সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের ৩
দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী
সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র, পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এর
উদ্যোগে মঙ্গলবার (১ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের
সামনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন
চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কবির আহমেদ, সেটেলমেন্ট সার্ভার সমিতির কুমিল্লা
জেলা সভাপতি আব্দুল খালেক, সেটেলমেন্ট সার্ভের সমিতির সেক্রেটারি হেলাল
উদ্দিন, সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স শিক্ষার্থীসহ আরো অনেকে।
বক্তারা
বলেন- সার্ভে ডিপ্লোমাদারীদের ১০ ম গ্রেডে উন্নতিকরন এবং অতি দ্রুত
বাস্তবায়ন চায়। তাদের এ আন্দোলন চলমান থাকবেও বলে জানান তারা।