কুমিল্লার মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলা সদরের মোল্লা টাওয়ারের ৩য় তলায় এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে একজন নবমুসলিম ও একটি দুস্থ পরিবারকে নগদ অর্থ দেয়া হয়।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি এটিএম শওকত হোসেন বিপ্লবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা আলহাজ্ব আবদুল খালেক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, মনোহরগঞ্জ কেরামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নাত আলী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য শিব্বির আহমদ, সাইফুল ইসলাম, ওমর ফারুক, জাহাংগীর আলম।
উন্নয়ন ফোরামের সদস্য মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুবনেতা হাসান পাটোয়ারী, সাদাফ হোসেন জিহাদ, আব্দুল্লাহ আল রায়হানসহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, "মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম" মনোহরগঞ্জ উপজেলার মানুষের সুখে দুঃখের সারথী হিসাবে কাজ করার প্রত্যয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিপূর্বে আমরা বন্যাসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। ইনশাআল্লাহ, আগামী দিনেও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ মানুষের সামগ্রিক উন্নয়নে, সুখে-দুঃখে সাথে থাকবে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।
উল্লেখ্য, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি কাতার প্রবাসী মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এটিএম শওকত হোসেন বিপ্লব, মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাইন উদ্দিন সোহাগসহ উন্নয়ন ফোরামের ২২ জন নির্বাহী সদস্য এবং ১০০ জন কার্যকরী সদস্য নিয়ে একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক সংগঠন হিসেবে এটি পরিচালিত হচ্ছে।