কুমিল্লার বরুড়া উপজেলায় উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান মোঃ তরিকুল ইসলাম,
আগনাগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, রাজামারা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম, বরুড়া সরকারি কলেজের শিক্ষক মোঃ মাঈনুল হোসেন, ঝলম কলেজের সহোযোগী অধ্যাপক মোঃ মাসুদ মজুমদার,
আড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ চৌধুরী, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, কাদবা তলাগ্রাম ত,চ, লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ূব আলী,মুড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম,
ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হক,
পুর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কোহিনূর কবিতা। বক্তারা এ দিবসে তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।