চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে গাজী শহিদুল্লাহ নামে এক আ’লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত গাজী শহিদের বিরুদ্ধে আ’লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জোরপূর্বক প্রবাসীর জমি দখল, মাদক ব্যবসা, বিরোধী দলীয় লোকজনের বাড়ি-ঘর লুটপাটসহ নানান অভিযোগ রয়েছে। তিনি পৌর এলাকার রামরায়গ্রামের মৃত মির্জা আলীর ছেলে। শনিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ টি.এম আক্তার উজ জামান।
স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী শহিদুল্লাহ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দলীয় প্রভাব খাটিয়ে একাধিক সরকারী জায়গা দখল করে অবৈধ ব্যবসা, জোরপূর্বক প্রবাসীর জায়গা দখল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যান্তরে জোরপূর্বক ক্যান্টিন দখল, বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা, কথায় কথায় সাধারণ মানুষকে মারধরসহ নানান অপকর্মে জড়িত হয়ে পড়ে। তার অত্যাচারে সাধারণ মানুষ অনেকটা অতিষ্ট ছিল। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলন আওয়ামীলীগ সরকার পতনের পর সে গা-ঢাকা দিয়েছিল। গত বৃহস্পতিবার রাতে র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি টিম চৌদ্দগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার শেষে চৌদ্দগ্রাম থানায় তাকে সোপর্দ করে। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ টি.এম আক্তার উজ জামান বলেন, ‘গাজী শহিদুল্লাহ নামের এক ব্যক্তিকে র্যাব থানায় সোপর্দ করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।