কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লাকসাম পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে লাকসাম উত্তর বাজার দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন ফাহাদের সভাপতিত্বে ও মোঃ সাহাদাত হোসেন সাব্বিরের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ মাহমুদ খসরু, ওমর ফারুক, সালাউদ্দিন শুভ, মোস্তফা কালাম রাসেলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
চিতোষী মাওলানা সাহেবের বাজার থেকে ফেরার পথে লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ঐ ছাত্রনেতা হাসপাতালে শয্যাসায়ি। গত শুক্রবার (৪ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে। সমাবেশে দ্রুত সময়ের মধ্যে দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান ছাত্রদল নেতৃবৃন্দ।