বিশ্বকাপ
বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে আরেক ধাক্কা। ক্লাব রেয়াল
মাদ্রিদের হয়ে খেলার সময় ঘাড়ে চোট পেয়েছেন ভিনিসিউস জুনিয়র। চিলি ও পেরুর
বিপক্ষে এই ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
লা লিগায় শনিবার
ভিয়ারেয়ালের বিপক্ষে রেয়ালের ২-০ গোলে জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে দ্বিতীয়
গোলটি করেন ভিনিসিউস। পাঁচ মিনিট পর তুলে নেওয়া হয় তাকে।
ম্যাচের পর
রেয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, ঘাড়ে অস্বস্তি অনুভব করছেন ভিনিসিউস।
পরীক্ষার পর রোববার তার ঘাড়ে চোট পাওয়ার কথা নিশ্চিত করে স্প্যানিশ
চ্যাম্পিয়নরা। কতদিন তাকে বাইরে থাকতে হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
ব্রাজিল
দলের পক্ষ থেকেও ভিনিসিউসকে নিয়ে এখনও কিছু বলা হয়নি। তবে সংবাদমাধ্যমের
খবর, আসছে দুই ম্যাচে তাকে পাবে না পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর পেরুর মুখোমুখি হবে তারা।
প্রিমিয়ার লিগে রোববার লিভারপুলের হয়ে খেলার সময় হ্যামস্টিংয়ে চোট পেয়ে এই দুই ম্যাচ থেকে ছিটকে যান গোলরক্ষক আলিসন।