নিকোলাস গনসালেসের পর
এবার পাওলো দিবালাকেও হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের আগামী
দুই ম্যাচের দল থেকে এই ফরোয়ার্ডকে ছেড়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
ম্যাচ দুটির জন্য গত বুধবার ২৭ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। গনসালেস ও দিবালা দুইজনই ছিলেন স্কোয়াডে।
চোটের জন্য ফরোয়ার্ড গনসালেসের ছিটকে পড়ার খবর আসে শনিবার। ওইদিনই চমক জাগিয়ে দিবালাকে দল থেকে বাদ দেওয়ার কথা জানায় আর্জেন্টিনা।
দিবালাকে
নিয়ে এমন সিদ্ধান্তের কারণ অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি
আর্জেন্টিনা। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর, রোমার হয়ে অনুশীলনের সময় শনিবার
পেশিতে চোট পেয়েছেন এই উইঙ্গার।
এই দুইজনের বদলি হিসেবে এখনও কাউকে
ডাকেনি আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, কেবল
একজনকেই দলে নিতে পারে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা।
২০২৬ বিশ্বকাপের
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের
তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে
ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।