কুমিল্লা
জেলার খেলোয়াড় ও কর্মকর্তারা মতবিনিময় করেন জেলা ক্রিকেট দলের প্রাক্তন
অধিনায়ক দেশের প্রখ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের সাথে। গতকাল বিকেলে জেলা
ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে আসন্ন ক্রীড়া মৌসুম সুষ্ঠুভাবে সম্পাদনের
লক্ষ্যে একটি গঠনমূলক মতবিনিময় অনুষ্ঠান করেছে কুমিল্লা জেলার ক্রীড়া
পরিবার। এদিকে রবিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বরাবর কুমিল্লার
ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে স্মারকলিপি জমা দেয় জেলা ক্রিড়া পরিবার।
কুমিল্লার ক্রীড়াঙ্গনকে সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপস্থিত
গণ্যমান্য খেলোয়াড় ও ব্যক্তিবর্গ সুচিন্তিত খোলামেলা বক্তব্য তুলে ধরেন।
আসন্ন ক্রীড়া মৌসুমে কুমিল্লা জেলার ক্রীড়াঙ্গন ও জেলার খেলোয়াড়দের
সুষ্ঠুভাবে তাদের ক্রীড়া সম্পন্ন করা ও ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার
লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়। সভায় একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে সে
অনুযায়ী সকল বিষয়ের খেলা অনুষ্ঠান করার জন্য সবাই আগ্রহ প্রকাশ করে।
বহিরাগত কোন খেলার জন্য আমাদের কুমিল্লার খেলাধুলার যেনো বাঁধা না হয়ে
দাঁড়ায় সেদিকে ক্রীড়ামোদী এবং খেলোয়াড় সবাই সজাগ দৃষ্টি রাখবে বলে তাদের
বক্তব্যে উল্লেখ করে। কুমিল্লার ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার
জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা কুমিল্লার কৃতি সন্তান জনাব আসিফ
মাহমুদ, বিসিবির সভাপতি জনাব ফারুক আহমেদ, বাফুফের সভাপতি ও বাংলাদেশের
সকল ক্রীড়ার সর্বোচ্চ কর্মকর্তা গনকে কুমিল্লায় এনে কুমিল্লার
ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সবাই কুমিল্লার জেলা প্রশাসক ও
জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতির সুদৃষ্টি আকর্ষণ করছেন। আসিফ আকবর
বলেন, কুমিল্লার ক্রীড়াঙ্গনকে কেউ যেন কলুষিত না করতে পারে সেদিকে সবাইকে
সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদকের করাল
ছোবল থেকে রক্ষা করার জন্য ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়ার মাধ্যমে একজন
মানুষ চরিত্র গঠন এবং নিজেকে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে
পারে। এই অনুষ্ঠানে উপস্থিত সাবেক খেলোয়াড় এমদাদুল হক এমদু, বাংলাদেশ দলের
সাবেক খেলোয়াড় ও জাতীয় ক্রিকেট কোচ জনাব ফয়সাল হোসেন ডিকেন্স, সাবেক জাতীয়
ক্রিকেট খেলোয়াড় ও কোচ ওয়াসেল উদ্দিন আহমেদ, কোচ ঈদে আমিন টিপু, স্টার
ক্রিকেট একাডেমির কোচ নুরুল্লাহ, কুমিল্লা আম্পিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি
জনাব আসিফুজ্জামান, কারাতে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও কোচ মাহমুদুল্লাহ
মামুন ও নুর আলম, প্রাক্তন ফুটবলার ও ব্যাডমিন্টন খেলোয়াড় শাহীন ও তিতাস সহ
বর্তমান ও সাবেক খেলোয়ারবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রিকেট কোচ
হাবিব মোবাল্লেগ জেমস।--প্রেস বিজ্ঞপ্তি