কুমিল্লার নাঙ্গলকোটে দুর্বৃত্তের দেয়া আগুনে এক প্রবাসীর ঘর পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ঘোড়া ময়দান পূর্বপাড়ায়। অগ্নিকান্ডে কাতার প্রবাসী মিজানুল ইসলামের ঘরটি ভস্মিভূত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রবাসীর স্ত্রী রহমতের নেছা জানান, আমাদের জায়গা নিয়ে আমার চাচা শশুর সফিকুর রহমানের সাথে বিরোধ রয়েছে। রাস্তা নিয়ে সমস্যার কারণে আমরা বাড়িতে থাকতে পারতাম না। শনিবার রাতে কে বা কারা আমাদের ঘরটি আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের শাস্তির জন্য আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। রাস্তা নিয়ে কয়েকবার শালিস হলেও সমাধানা হয়নি। তারা আমাদের জায়গাটি এজমালি করে বদল করার জন্য চাপ দিয়ে আসছে।
প্রবাসীর চাচা সফিকুর রহমান বলেন, ওইদিন রাত সোয়া একটার দিকে জানালা দিয়ে হঠাৎ আগুনের শিখা দেখে বাইরে এসে চিৎকার দিলে আমার ছেলে মাইন উদ্দিন, পাশের সাকিল আহমেদ, শাখাওয়াত হোসেন, আল আমিনসহ আশেপাশের লোকজন এসে আগুন নেভায়।
সফিকুর রহমান আরো বলেন, তারা (প্রবাসী মিজানুল ইসলাম) ১২ বছর আগে ঘর করেছে কিন্তু বাড়িতে থাকে না। তার ঘরের পাশে পুকুর পাড়ে আমরা গার্ড ওয়াল করেছি। এখানে তার ৩ শতক জায়গা। ঘরের জায়গা ছেড়ে তাদেরকে পূর্ব দিকে ৩ শতক জায়গা দেয়ার জন্য বলেছি। এতে আমাদের জায়গাটা সুন্দর হয়। আমরা রাস্তা দিতেও রাজি আছি।
এ বিষয়ে একই গ্রামের বাবুল মিয়া জানান, রাস্তা ও জায়গা নিয়ে তাদের অনেক দিনের ঝামেলা। তাদের পরিবারে মামলা-মোকদ্দমার ঘটনাও আছে।
সাবেক মেম্বার সামছল হক বলেন, তাদের রাস্তা নিয়ে কয়েকবার সালিশ হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। প্রবাসীর পরিবার রাস্তার সমস্যায় বাড়িতে থাকতে পারে না।
বর্তমান মেম্বার সিরাজুল ইসলাম দিনু বলেন, প্রবাসী মিজানুল ইসলাম মোবাইল ফোনে আমাদেরকে ঘটনাটি জানিয়েছে। এটি একটি জঘন্যতম কাজ। রাস্তা নিয়েও তাদের সমস্যা আছে। উভয় পক্ষ রাজি হলে সালিশে বিষয়টি সমাধান করা হবে।
জোড্ডা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, প্রবাসী মিজানুল ইসলাম বিষয়টি আমাকে ফোনে জানিয়েছে। ঐ প্রবাসী ও তার চাচা সফিকুর রহমানের সাথে রাস্তা এবং জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। উভয় পক্ষকে নিয়ে ঘটনাটি মিমাংসার চেষ্টা করবো।