শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
৭ পৌষ ১৪৩১
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেবিদ্বারে শিক্ষকদের মানববন্ধন
শাহীন আলম, দেবিদ্বার।
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮:২৫ পিএম |

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেবিদ্বারে শিক্ষকদের মানববন্ধনকুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের ১০ম গ্রেডের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে  ‘‘এক দফা এক দাবি, দশম গ্রেড ন্যায্য দাবি” এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছেন। 

বুধবার (৯ অক্টোবর)  বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  মানববন্ধন শেষে শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অষ্টম শ্রেণী পাস করা গাড়ির চালকরা ১২তম গ্রেডে বেতন পান, অথচ স্নাতক ও সমমান ডিগ্রি অর্জন করা সহকারী শিক্ষকেরা পান ১৩তম গ্রেডে। এই অবস্থাকে তারা বৈষম্য হিসেবে উল্লেখ করে এর প্রতিকার দাবি করেন।

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেবিদ্বারে শিক্ষকদের মানববন্ধনতাঁরা আরও বলেন,  দেশের বিভিন্ন পর্যায়ে বৈষম্য দূরীকরণের যে প্রচেষ্টা চলছে, তা শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত, এবং সরকারের উচিত এই বৈষম্য দূর করার পদক্ষেপ গ্রহণ করা। ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব। 
বক্তারা আরও বলেন, এইচএসসি ও ডিপ্লোমা যোগ্যতায় নার্স ১০ম গ্রেড, এসএসসি ও ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপসহকারী কৃষি অফিসার ১০ম গ্রেড, বাংলাদেশ পুলিশের এসআইতে স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকেরা বেতন বৈষম্যের শিকার হচ্ছে। আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই। 
মানববন্ধনে উপস্থিত সহকারী শিক্ষকদের মধ্যে ময়নাল হোসেন, ইসমাইল হোসেন, হাবিবুর রহমান আকন্দ, মো. হাবিবুর রহমান, মোক্তল হোসেন, খোরশেদ আলম, নাজমুল হাসান, আশিকুর রহমান, নজরুল ইসলাম, মো. কামাল হোসেন, গোলাম মহসিন হায়দার, তাজুল ইসলাম, গোলাম হোসেন, আবদুর রব মিয়াজী, আফরিনা সুলতানা দিনা, কাকলী আক্তার ও সাবিনা ইয়াসমিনসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় রোপা আমন ধান কাটার উৎসব
কুবি শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে উদ্যোগ নেই
নগরীর চাঙ্গিনীতে দখলকৃত সরকারি রাস্তাটি আজও দখলমুক্ত হয়নি
যাত্রীদের চরম দুর্ভোগ লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘন্টা পর ছেড়ে গেলো ট্রেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লটারীতে যাদের নাম আসেনি, তারা যাবেন কোথায় ?
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২