কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তরগ্রাম থেকে ১৪০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
পুলিশ
সূত্রে জানা যায়,(৮ অক্টোবর ২০২৪) মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের
ভিত্তিতে বুড়িচং থানার পুলিশ এসআই নুরুল ইসলাম,এএসআই সাইফুল ইসলাম সিদ্দিকী
ও এসআই জুয়েল সহ সঙ্গীয় ফোর্স উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণ
পাড়া কবরস্থানের পূর্বে হান্নান মিয়ার দিঘির পশ্চিম পাশে কতিপয় মাদক
ব্যবসায়ীরা ভারত থেকে এনে ১৪০ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য ঢাকা শহরে নিয়া
বিক্রি করার উদ্দেশ্যে কবরস্থানে অবস্থান করে । উক্ত সংবাদের সত্যতা
যাচাইয়ের নিমিত্তে পুলিশের ওই সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করাকালে
উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ দৌড়ে একজন গাঁজাসহ
মাদক কারবারিকে আটক করে। আটককৃত মাদক কারবারির উত্তর গ্রাম দক্ষিণ পাড়ার
মৃত.হুমায়ুন কবিরের ছেলে মোঃ ফিরোজ মিয়া।
বুড়িচং থানার ওসি আজিজুল হক
জানান,সীমান্ত এলাকা উত্তরগ্রাম থেকে ১৪০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা
হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে মাদক আইনে মামলা রুজু করে কুমিল্লা কোর্টের
মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।