বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
৭ অগ্রহায়ণ ১৪৩১
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ৩ শতাধিক কর্মী-সমর্থক এলডিপিতে যোগদান
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৮:৫১ পিএম |

কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ৩ শতাধিক কর্মী-সমর্থক এলডিপিতে যোগদানকুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ৩ শতাধিক কর্মী-সমর্থক এলডিপিতে যোগদান করেছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া জেনারেল হাসপাতালের সামনে এলডিপি’র পথসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর হাতে পৃথক পৃথক ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তারা। 
এসময় প্রধান অতিথির বক্তৃতায় ড. রেদোয়ান আহমেদ বলেন- আগামী ৫০ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। আমরা চাই এই অর্ন্তবর্তীকালীন সরকার খুব দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন উপহার দিবে। আর সেটা হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যার ভোট সে দিব, যাকে ইচ্ছা তাকে দিবে সেই গণতান্ত্রিক পদ্ধতি আমরা এদেশে চালু করতে চাই। এজন্য সরকারকে যে ধরণের সুযোগ দেয়া দরকার আমরা সেই সুযোগ দিবো। 
তিনি আরও বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে নিরাপত্তা দেয় মুসলমানরা পৃথিবীর অন্য দেশে মুসলমানদের এমন নিরাপত্তা দেয়া হয়না। এমনকি ভারতেও মুসলমানের কোন বাড়তি নিরাপত্তা দেয়া হয় না। এই দুর্গা পূজায় আমি আমার দলের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে ২০জন করে ভলান্টিয়ার নিয়োগ করেছি। যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটে। 
মাধাইয়া ইউনিয়ন এলডিপি’র আয়োজনে অনুষ্ঠিত পথসভায় গণতান্ত্রিক যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও এলডিপি নেতা অধ্যক্ষ আবুল কাশেম এর উদ্যোগে আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম এর নেতৃত্বে যোগদান করেন তারা।
নজরুল ইসলাম বলেন- এলাকার মানুষ আমাকে ভালবাসে। তাদের কেউ আওয়ামী লীগ আবার কেউবা বিএনপি সমর্থন করে। তারা প্রত্যেকে ড. রেদোয়ান আহমেদ এর রাজনৈতিক কর্মকান্ডকে পছন্দ করে আমার মাধ্যমে এলডিপিতে যোগদান করেন। 


এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, এলডিপি নেতা মনু মিয়া মেম্বার, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি মো. ছামাদ আড়ৎদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু,  এলডিপি নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। 












সর্বশেষ সংবাদ
রংপুরে ভূমিকম্প অনুভূত
ড. ইউনূসের ৬ মামলা বাতিল
ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে
কমলাপুর থেকে ছাড়ছে না কোনো ট্রেন, যাত্রীদের ভোগান্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা টাউন হলের সকল কমিটি বাতিল
কুমিল্লায় চার জনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুদক
২৪ সেনার দেহাবশেষ সরিয়ে নিচ্ছে জাপান
ইপিজেডের বর্জ্য শোধনাগার কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাখরাবাদ গ্যাসের কর্মচারি ইউনিয়নের সভাপতি বশির আহমেদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২