প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৯:৪৮ পিএম |
কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাতিয়ামুড়ী আদর্শ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও আল-মানার হাসপাতাল লিঃ এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার হাতিয়ামুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে মা ও শিশু চিকিৎসা, মেডিসিন সেবা, নাক, কান, গলা, চর্মরোগ এবং পেইনের চিকিৎসা দেওয়া হয়। এ ক্যাম্পে সাতশ’ অধিক বন্যার্তকে স্বাস্থ্যসেবা, বিভিন্ন ওষুধ সরবরাহ ও নগদ টাকা প্রদান করা হয়।
আল-মানার হাসপাতাল লিঃ এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ এমরান হোসেন, হাতিয়ামুড়ী আদর্শ সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিনসহ ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন আল-মানার হাসপাতালে লিঃ এর ইমাজেন্সি বিভাগের ইনচার্জ ডাঃ মোঃ এহতেশামুল হক, ইমাজেন্সি বিভাগের ডাঃ সোলাইমান হোসাইন, ডাঃ সারাহ তাসনিম, শিশু ডাক্তার তাসকিন হক মাশিয়াত। জানা যায়, এই মেডিকেল ক্যাম্পে ১৫ জন নার্স ও স্বাস্থ্যকর্মী অংশ নেন। এ ছাড়া স্থানীয় ২০ জন স্বেচ্ছাসেবী এই কর্মসূচিতে সহযোগিতা করেন।
এ বিষয়ে আল-মানার হাসপাতাল লিঃ এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ এমরান হোসেন বলেন, বন্যাদুর্গত এলাকার অবস্থা ভয়াবহ। এই অবস্থায় স্বাস্থ্যসেবা দেওয়া খুবই জরুরী। এখানে যারা আসছে সেবা নিতে তাদের অধিকাংশই বিভিন্ন রোগে ভুগছেন। এ সময় তিনি সবাই বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।