প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৮:৪০ পিএম আপডেট: ১৩.১০.২০২৪ ১০:০৫ পিএম |
কুমিল্লার লালমাই উপজেলার হাজতখোলা ঈদগাঁ মাঠে প্রথম জানাজা ও শিকারপুর সেকান্দর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাযা শেষে অগনিত মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা সৈনিক ও একাত্তরের মুক্তিযুদ্ধের সংগঠক, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শিকারপুরী।
রবিবার (১৩ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা মডার্ণ হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে অধ্যাপক মোঃ জামাল নাছের।
তাজুল ইসলাম কুমিল্লার লালমাই উপজেলার হাজতখোলা এলাকার শিকারপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স ৯২ বছর। মৃত্যুকালে স্ত্রী, আট ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী-শুভাকাঙ্খী রেখে গেছেন।
মরহুমের ছেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার এবং রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের জানান, আমার বাবা ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম শিকারপুরি হাজতখোলা উচ্চ বিদ্যালয় এবং শিকারপুর সেকান্দর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তাছাড়া লালমাই কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন, মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের বীরসেনা ছিলেন। কুমিল্লা নগরীর ভাষা চত্বর শহীদ মিনারে আমার বাবা তাজুল ইসলামের নাম রয়েছে।
এলাকাবাসী জানান, শিক্ষা বিস্তারে মরহুম তাজুল ইসলাম ব্যাপক ভূমিকা রাখেন। এলাকার অসহায় মানুষের জন্য তাঁর দানের হাত সবসময় প্রসারিত ছিলো। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা - ৯ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ, লালমাই থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম, ড. মোস্তফা সাজ্জাদ হাসান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোবাশ্বের আলম ভূইয়া, লালমাই কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মজুমদার, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ভূলইন উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন, অধ্যাপক রুহুল আমিন,ডা. শাহ আলম প্রমুখ।