গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামালের ভাতিজা মোস্তফা জামান লিটন। রবিবার (১৩ অক্টোবর) দিবাত রাত ১১টার দিকে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার তাকে আদালতে হাজির করে পুলিশ। বিকেলে মোস্তফা জামান লিটনের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে মামলার বাদির আপত্তি না থাকায় আদালত জামিন মঞ্জুর করেন বলে জানান আইনজীবী আরিফুর রহমান শ্রাবণ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান বলেনন, মোস্তফা জামান লিটনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশ মোস্তফা জামানকে গ্রেপ্তার করে কোতয়ালী থানায় পাঠালে আমরা তাকে আদালতে সোপর্দ করি। তিনি জামিন পেয়েছেন কি-না তা বলতে পারবো না।
মোস্তফা জামান লিটনের আইনজীবী আরিফুর রহমান শ্রাবন বলেন, পুরনো একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজীর করে। আমরা তার জামিন আবেদন করি। মামলার বাদীর আপত্তি না থাকায় কুমিল্লার ১নং আমলী আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা মোসাদ্দেকা তার জামিন আবেদন মঞ্জুর করেন।