শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
৭ পৌষ ১৪৩১
মনোহরগঞ্জের কৃতিসন্তান এড. মুজাহিদুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পেলেন
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১২:১০ এএম |

 মনোহরগঞ্জের কৃতিসন্তান এড. মুজাহিদুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত  পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পেলেন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বরল্লা গ্রামের কৃতি সন্তান এড. মুজাহিদুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন। গত সোমবার (১৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেয়া হয়েছে। 
জানা যায়,  কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বরল্লা গ্রামের মৃত: কোয়াজ আলীর ছেলে এড.মাইন উদ্দিন মুজাহিদ। ৫ ভাই ১বোনের মধ্যে মুজাহিদ ছিলেন সবার আদরের। এড.মাইন উদ্দিন মুজাহিদ ২০০৩ সালে মনোহরগঞ্জ উপজেলার কাটুনি পাড়া মাদরাসা থেকে দাখিল, ২০০৫ সালে ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে আলিম ও ২০০৭ সালে ফাযিল পাশ করে। এরপর তিনি চট্রগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স (সম্মান), ঢাকা নর্দান বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পাশ করে ২০১৬ সালে আইনজীবী হিসাবে সনদ অর্জন করে ঢাকা আদালতের আইনজীবী সমিতির সদস্য হয়ে শুরু করেন আইন পেশা।
২০২২সালে মুজাহিদ ঢাকা সুর্পিম কোর্টে আইনজীবী হিসাবে কাজ করার অনুমতি পান।২০২২-২৩সেশনে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী কমিটির নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালনে তিনি আরো জনপ্রিয় হয়ে উঠেন।
গত সোমবার (১৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নিয়োগ দেয়া হয়েছে। 
ঢাকা জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন সাপেক্ষে ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা এবং ১৯৬০ সালের এল আর (লিগ্যাল রিমেমব্রানসার্স) ম্যানুয়ালের ২ নং অধ্যায়ের ১ নং অনুচ্ছেদের ৯ ও ৬ অনুচ্ছেদের ১৭ বিধিতে দেয়া ক্ষমতাবলে এ নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।
এদিকে এড.মাইন উদ্দিন মুজাহিদ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়ায় তাঁকে  ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ফোরাম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামসহ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও প্রতিষ্ঠান সামাজিক মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় রোপা আমন ধান কাটার উৎসব
কুবি শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে উদ্যোগ নেই
নগরীর চাঙ্গিনীতে দখলকৃত সরকারি রাস্তাটি আজও দখলমুক্ত হয়নি
যাত্রীদের চরম দুর্ভোগ লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘন্টা পর ছেড়ে গেলো ট্রেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লটারীতে যাদের নাম আসেনি, তারা যাবেন কোথায় ?
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২