শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
৭ পৌষ ১৪৩১
পাঁচ বছরের ব্যবধ্যানে কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার
তানভীর দিপু:
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১:০০ এএম |

পাঁচ বছরের ব্যবধ্যানে কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার


কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৪ সালে ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ ৫ পেয়েছেন৭ হাজার ৯২২ জন। এর মধ্যে মেয়েরা পেয়েছে ৪ হাজার ৯ শত ৫৪ টি জিপিএ-৫ এবং ছেলেরা পেয়েছে ২ হাজার ৯ শত ৬৮টি জিপিএ ৫। ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় দ্বিগুণ জিপিএ ৫ বেশি পেয়েছে। পাশের হারেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। ছেলেদের পাশের হার ৬৭ দশমিক ৭৪ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ। 
এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় শতভাগ পাশ করেছে ১০ টি কলেজ। কোন শিক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৪ টি। 
মঙ্গলবার ১১ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন চেয়ারম্যান ড.নিজামুল করিম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আছাদুজ্জামান, উপপরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিম জানান, এ বছর ১ লাখ ১২ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৯শ ৫ জন। ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল ভালো। শতভাগ পাশের দিক দিয়ে এগিয়ে থাকা অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ। 
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরের তুলনায় এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার সবচেয়ে কম। বোর্ড কর্তৃপক্ষের দাবি, জুলাইয়ের গণ আন্দোলন এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে এইচএসসির ফলাফলে।
প্রসঙ্গত, এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয় ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রথমে ১১ আগস্ট ও পরে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।
পরে সিদ্ধান্ত নেওয়া হয়, এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় রোপা আমন ধান কাটার উৎসব
কুবি শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে উদ্যোগ নেই
নগরীর চাঙ্গিনীতে দখলকৃত সরকারি রাস্তাটি আজও দখলমুক্ত হয়নি
যাত্রীদের চরম দুর্ভোগ লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘন্টা পর ছেড়ে গেলো ট্রেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লটারীতে যাদের নাম আসেনি, তারা যাবেন কোথায় ?
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
মনোহরগঞ্জে আইডিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২