শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪
২ কার্তিক ১৪৩১
কুমিল্লায় র‌্যাবের অভিযানে বাখরাবাদের আবুল খায়ের গ্রেফতার
বশিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১২:৫৩ এএম |

  কুমিল্লায় র‌্যাবের অভিযানে বাখরাবাদের আবুল খায়ের গ্রেফতার


কুমিল্লারশ্রমিকলীগ নেতাবাখরাবাদেরমো: আবুল খায়ের সরকারকে গ্রেফতার করেছে র‌্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা মহানগর শ্রমিকলীগের সদস্য এবং  শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বাখরাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। 
র‌্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ আগস্ট কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মগবাড়ি চৌমুহনী এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিন ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে অ মোঃ আবুল খায়ের সরকার (৪০) সহ তার অপরাপর সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোড সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত ঘটনায় অনেক নিরীহ ছাত্র-জনতা গুরুতর আহত হয়। আন্দোলনের মুখে আওমীলীগ সরকারের পতনের পরএ বছরের ২৫ আগস্ট কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হত্যা চেষ্টা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর হতে র‌্যাবের আভিযানিক দল এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে দুপুরে জেলার সদর থানার বাখরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সে এ মামলার ১১নাম্বার আসামী। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, বিকেল ৪টায় র‌্যাব আবুল খায়েরকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আগামীকাল (আজ) তাকে আদালতে হাজির করা হবে। 














সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সরবরাহ বন্ধে বিপর্যস্ত জনজীবন
ডেভেলপমেন্ট ফর সোসাইটি’র উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
এইচএসসিতে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের শতভাগ সাফল্য
শমসের মবিন চৌধুরী আটক
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন, কুমিল্লা জুড়ে গ্রাহকদের ভোগান্তি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন
কারাগারে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার
আমাকে নিয়ে খেলবেন না, ভিডিও বার্তায় সাকিব
কুমিল্লায় র‌্যাবের অভিযানে বাখরাবাদের আবুল খায়ের গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২