শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪
২ কার্তিক ১৪৩১
এইচএসসিতে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের শতভাগ সাফল্য
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১:১১ এএম |

   এইচএসসিতে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের শতভাগ সাফল্য

স্টাফ রিপোর্টার: উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২৪ সংশোধিত ফলাফলে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ ৩৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৭৬ জনই পাস করেছে। শতভাগ পাস এবং ১২৯টি জিপিএ -৫ পেয়ে শিক্ষাবোর্ডের সেরা তালিকার মধ্যে তৃতীয় স্থান অর্জন করে নেয়। এসএসসিতে মাত্র ৮৫ টি জিপিএ -৫ (অ+) ভর্তি হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ২০১ জনের মধ্যে ১১৯টি, মানবিক বিভাগের ১৩৭ জনের মধ্যে ০৮টি ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৮ জনের মধ্যে ০২টি জিপিএ -৫ সহ মোট ১২৯টি জিপিএ -৫ সহ শতভাগ পাস করেছে।এই ফলাফলের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন বলেন শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজটি কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ২০০১ খ্রিস্টাব্দে ব্রাহ্মণপাড়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের ও কুমিল্লা -৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের কলেজটি প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠালগ্ন থেকেই একঝাঁক মেধাবী, পরিশ্রমী শিক্ষকমণ্ডলী নিয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম স্যারের তত্ত্বাবধানে কলেজটি কুমিল্লা শিক্ষাবোর্ডে সেরা দশের মধ্যে ২০০৪ সনে ৯ম, ২০০৫ সনে ৪র্থ, ২০০৬ সনে ২য়, ২০০৮ সনে ৯ম, এবং ২০০৯ সনে ৫ম স্থান অর্জন করে শ্রেষ্ঠত্ব স্থান করে নেয়।আমি ২০২৩ সনে অধ্যক্ষ পদে যোগদানের পর শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর কুমিল্লা -৫ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এমএ জাহের মহোদয়ের নেতৃত্বে ও উনার সহযোগিতায় এক বিচক্ষণ কলেজ পরিচালনা পর্ষদের পরিচালনায় আমি আমার সর্বোচ্চটা প্রয়োগ করে কলেজের পরীক্ষিত অত্যন্ত পরিশ্রমী,শিক্ষার্থীবান্ধব, আন্তরিকতাপূর্ণ, সৃজনশীল ও সংস্কৃতিমনা শিক্ষকমণ্ডলী নিয়ে নিয়মিত হোম ভিজিটিং, অগ্রগামী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা ক্লাস ও আলাদা অভিভাবক সমাবেশ , জবাবদিহিতামূলক সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষা, উচ্চ শিক্ষায় ভর্তির ক্ষেত্রে প্রস্তুতিমূলক পরীক্ষা ও ক্লাস, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নিয়মিত অভিভাবক সমাবেশ, গাইড টিচারের তদারকি,অনুপস্থিত শিক্ষার্থীদের কলেজমূখী করার জন্য দৈনিক কল সেন্টারের মাধ্যমে অভিভাবককে অবহিতকরণের কারণেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। 
অধ্যক্ষ আরো জানান লেখাপড়ার পাশাপাশি কলেজটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিভিন্ন খেলাধুলায় যেমন ২০২৪ সনে ভলিবলে চ্যাম্পিয়ন , কাবাডি, সাঁতার, হ্যান্ডবল প্রতিযোগিতায় রানারআপ অর্জন করে অনেক বিজয়ী পুরস্কার অর্জনের মধ্য দিয়ে কলেজটি কুমিল্লা শিক্ষাবোর্ডে অন্যতম সেরা কলেজে অবস্থান করে নিয়েছে, উল্লেখ্য যে কলেজটি ব্রাহ্মণপাড়া উপজেলার পরপর ০২(দুই) বার শ্রেষ্ঠ কলেজ সম্মাননা অর্জন করে, এই ফলাফলে কলেজের বর্তমান পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব স.ম আজহারুল ইসলাম মহোদয় অধ্যক্ষ সহ সকল শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ তৈরির লক্ষ্যে কলেজটি আরো গতিশীল ভূমিকা রাখতে সর্বাত্মক সহযোগিতা করবেন।














সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সরবরাহ বন্ধে বিপর্যস্ত জনজীবন
ডেভেলপমেন্ট ফর সোসাইটি’র উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
এইচএসসিতে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের শতভাগ সাফল্য
শমসের মবিন চৌধুরী আটক
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন, কুমিল্লা জুড়ে গ্রাহকদের ভোগান্তি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন
কারাগারে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার
আমাকে নিয়ে খেলবেন না, ভিডিও বার্তায় সাকিব
কুমিল্লায় র‌্যাবের অভিযানে বাখরাবাদের আবুল খায়ের গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২