বাংলাদেশ
আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট),
কুমিল্লা-এর ফল-২০২৪ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের
ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্ট-এর উপাচার্য ব্রিগেডিয়ার
জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। প্রধান অতিথি নবীন
শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সকাল
১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্টের রেজিস্ট্রার কর্নেল শেখ
মাসুদ আহমেদ, এসপিপি, পিএসসি, এমফিল (অব.)। তিনি নবীন শিক্ষার্থীদেরকে
বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। তিনি তার বক্তব্যে বাইউস্টের বিগত দিনসমূহের
কার্যক্রম, বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও তিনি
তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নিকট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরেন।
উক্ত প্রোগ্রামে অন্যান্যের মধ্যে বক্তব্য
রাখেন স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের পরিচালক ও স্কুল অব বিজনেস অনুষদের ডিন
প্রফেসর ড. মো. তহিদুর রহমান, এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এস এম
সিরাজুল মনির।
ওরিয়েন্টেশ প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাইউস্টের পরীক্ষা
নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের
ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ, নবীন শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
ওরিয়েন্টশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।