কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুদাফরগঞ্জ বাজার কামিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি নেতা আয়াজ চৌধুরী, গোলাম ফারুক, রাফসান ইসলাম, শাহরিয়ার কবির রাতুল, তন্ময় ইসলাম, যুবদল নেতা বাবু বিশ্বতম সাহা বিশু, মিজানুর রহমান, শহিদ হোসেন শহিদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ড. রশিদ আহমেদ হোসাইনী তাঁর বক্তব্যে বলেন, আমরা দলের মধ্যে আর কোন বিভক্তি দেখতে চাইনা। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ নিয়ে এগিয়ে যেতে চাই, তাই আসুন দেশনায়ক তারেক রহমানকে কুমিল্লা-৯ আসনটি উপহার দিতে ব্যক্তিস্বার্থ ও গ্রুপিং পরিহার করে দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।