বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি এবং কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেছেন, পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর ইসলামের প্রতি, ইসলামী সমাজ ব্যবস্থার প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি এদেশের মানুষের যে আগ্রহ সৃষ্টি হয়েছে- এতে আমাদের আশার বাণী জাগাচ্ছে যে, সেদিন আর বেশি দূরে নয়; যেদিন বাংলাদেশে কোরআন বিজয়ী হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, এদেশের ১৮ কোটি মানুষ যার ৯০ ভাগই মুসলমান। কিন্তু এদেশের মানুষ একটিবারের জন্যেও কোন ইসলামী দলের শাসন উপভোগ করার সুযোগ পায়নি। এর জন্য দায়ী এদেশের মানুষ। কারণ এদেশের মানুষ বারবার ভোট দেয়ার সুযোগ পেয়েছে। তারা ইসলামিক দলকে বাদ দিয়ে অন্য আদর্শের প্রার্থীকে নির্বাচিত করেছে। এদেশে কোন হিন্দু বা বৌদ্ধ ইসলাম কায়েমে বাধা নয়; বাধা হচ্ছে মুসলমানরা। কারণ মুসলমানদের মাঝে দ্বীনের পরিচ্ছন্ন ধারণা নেই। ইসলাম সম্বন্ধে, ইসলামী আন্দোলন সম্বন্ধে মুসলমানদের স্পষ্ট ও পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে।
ডক্টর সিদ্দিকী বলেন, ভারতীয় উপমহাদেশে ১৮৩১ সালে বালাগাতের শাহ ওয়ালিউল্লাহ দেহলবির সুযোগ্য পুত্র সৈয়দ আহম্মদ ও তার শিষ্য ইসমাইলের শাহাদাতের মধ্য দিয়ে জিহাদের যে প্রেরণা তা ২০০ বছরের জন্য স্তব্ধ হয়ে যায়। একদল মসজিদ-মাদ্রাসাকেন্দ্রিক আরেকদল খানকাহ কেন্দ্রিক ভাগ হয়ে যান। রাষ্ট্রব্যবস্থা থেকে, সমাজব্যবস্থা থেকে মুসলমানরা নিজেদেরকে গুটিয়ে নেয়। বছরের পর এদেশে একটি প্রবাদ চালু ছিল, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মসজিদের বাইরে মোল্লারা হাট-বাজার নিয়ে কর্তৃত্ব করতে পারবে না। ইউনিয়ন, উপজেলা পরিষদে কর্তৃত্ব করতে পারবে না। ডিসি অফিস, সচিবালয়, পার্লামেন্ট নিয়ে মোল্লার ভাববার সুযোগ নেই। এই ধারণা বছরের পর বছর চালু ছিল। এটাও চালু ছিল- ধর্ম এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস। দেশের অনেক বড় একজন আলেম, অনেক আলেমের ওস্তাদ হাফেজ্জি হুজুর বলেছেন- ছিয়াছত হারাম হ্যায়। কিন্তু তিনি ৮১ বছর বয়সে বুঝতে পেরেছেন যে, ইসলামী রাজনীতি তথা ছিয়াছত শুধু হালালই নয়; ইসলামী রাজনীতি করা ফরজ। আর জামায়াতে ইসলামীর ৫০ বছর লেগেছে যে, ইসলামী রাজনীতি হারাম নয়; হালাল। ফরজ। এজন্য দায়ী এদেশের আলেমরা। তবে সুখের বিষয় হচ্ছে- আলেমরা এখন বুঝতে পেরেছেন যে, ইসলামী রাজনীতি করা ফরজ।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন শাখা জামায়াতের কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশের সাবেক প্রধানমন্ত্রী গর্ভ করে বলতেন, তার পিয়ন চারশ কোটি টাকার মালিক। সে হেলিকপ্টারে যাতায়াত করে। জাতি জানতে চায়, ওনি কত হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লোপাট করেছেন।
সরসপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ইউনিয়নের শাহপুর ইউনিট সভাপতি মাওলানা মোঃ ফজলুল বারীর পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শিশু কল্যাণ বিভাগের সাবেক পরিচালক ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবী, সৌদির জেদ্দা উত্তর প্রদেশের সভাপতি মাওলানা আব্দুস সোবহান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা সাইফুল বারী তুহিন, মাওলানা ফয়জুর রহমান, সরসপুর ইউনিয়ন আমির মাওলানা মাকসুদুল আলম, মাওলানা মোসলেহ উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেলের এডমিন অফিসার মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের ঘোটরা বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন শাহাদাত স্মৃতি ইসলামী পাঠাগার উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
পরে প্লাবন শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।