অবৈধভাবে
অটো রিক্সা আটক করে টাকা আদায় ও লাইসেন্সের দাবিতে বিক্ষোভ করেছে অটো
রিক্সা চালকরা। মঙ্গলবার সকালে কুমিল্লার কান্দিরপাড় থেকে পুলিশ সুপার
কার্যালয়ের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শতাধিক অটো রিকশাচালক।
এসময়
অটো রিক্সা চালকরা অভিযোগ করে বলেন, পুলিশ অটোরিকশা আটক করে অবৈধভাবে টাকা
আদায় করে, যা একেবারেই অমানবিক। আমরা এই আটক প্রক্রিয়া থেকে মুক্তি চাই।
নতুবা আমাদেরকে লাইসেন্স দেয়া হোক। আমরা বৈধভাবেই অটোরিকশা চালাতে চাই।
পরে
অটো রিক্সা চালকরা কুমিল্লা কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে ফিরে যান। তারা
জানান, প্রশাসন তাদের দাবি মেনে না নিলে তারা আবারও বিক্ষোভ কর্মসূচি পালন
করবে।