মালদ্বীপের
বিপক্ষে আগামী ১৩ ও ১৬ নভেম্বর দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে
বাংলাদেশ। ম্যাচ দুটির আগে প্রস্তুতি নিতে ১৬ জন ফুটবলারকে নিয়ে ১ নভেম্বর
থেকে শুরু হবে ক্যাম্প।
বসুন্ধরা কিংসের ফুটবলাররা চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটানে থাকায় ক্যাম্পের স্কোয়াডে রাখা হয়নি। ক্যাম্পে নেই জামাল ভূঁইয়া।
ব্রাদার্স
ইউনিয়নে নাম লেখালেও মৌসুমে প্রথম পর্বে এই মিডফিল্ডার খেলতে পারবেন না।
কেননা কোনো দলের হয়ে রেজিস্ট্রেশন হয়নি তার নাম। তাই তাকেও ক্যাম্পে
রাখেননি কোচ কাবরেরা।
ম্যাচ দুটি হবে হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
ক্যাম্পে থাকা ১৬ জন ফুটবলার :
গোলকিপার : মিতুল মারমা, মো. সুজন হোসেন।
ডিফেন্ডার : মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহাদ তপু, মো. রহমত মিয়া, মো. শাকিল হোসেন, মো. ঈসা ফয়সাল ও তাজ উদ্দিন।
মিডফিল্ডার : মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ ও দিদারুল আলম।
ফরোয়ার্ড : শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ ও মিরাজুল ইসলাম।