নিজস্ব
প্রতিবেদক : আগামী বছর যারা সরকারিভাবে হজে যেতে চান, তাদের জন্য গতবারের
চেয়ে খরচ কমিয়ে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজ-১
এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ
প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
২০২৪
সালে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ
হয়েছিল। সেই হিসেবে এবার সাধারণ প্যাকেজে খরচ কমছে এক লাখ ৫৯৮ টাকা।
২০২৪
সালে বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আগামী বছর
সরকারিভাবে বিশেষ প্যাকেজ থাকছে না। তবে অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনার
বাড়ি বা হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা
যাবে বলা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ
হোসেন বুধবার দুপুরে সচিবালয়ে নির্বাহী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে
‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন।
সাধারণ হজ প্যাকেজ-১:
* মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরীফে যাতায়াতে বাসের ব্যবস্থা।
* মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসন।
* মিনায় গ্রিন জোনে (জোন-৫) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় 'ডি' ক্যাটাগরির সার্ভিস সুবিধা।
* মক্কার হোটেল বা বাড়ি থেকে বাসে করে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনায় ট্রেনে করে যাতায়াতের ব্যবস্থা।
* মিনা এবং আরাফায় খাবার পরিবেশনের দায়িত্ব নেবেন মোয়াল্লেম।
* অ্যাটাচড বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন।
* বাড়ি বা হোটেল কক্ষে রেফ্রিজারেটরের ব্যবস্থা।
* মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।
* ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা।
প্যাকেজের
সঙ্গে প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ
সৌদি রিয়াল এবং কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।
সরকারি
মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ-২ এর মধ্যে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর
থেকে দেড় কিলোমিটারের মধ্যে আবাসন, মদিনায় মার্কাজিয়া (সেন্ট্রাল এরিয়া)
এলাকায় আবাসন, মিনায় ইয়োলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান থাকবে।
এই প্যাকেজে তুলনামূলক সুবিধাজনক হওয়ায় প্যাকেজ-১ এর তুলনায় খরচ বেশি।
বেসরকারি হজ প্যাকেজ:
২০২৫
সালে বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ
৮৩ হাজার ১৫৬ টাকা, যা গতবারের চেয়ে ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কম।
২০২৪ সালে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা খরচ হয়েছিল।
সরকারি
মাধ্যমে বিশেষ হজ প্যাকেজ ঘোষণা না করা হলেও বেসরকারি মাধ্যমে
এজেন্সিগুলোর জন্য বিশেষ একটি হজ প্যাকেজ ঘোষণার সুযোগ রেখেছে মন্ত্রণালয়।
হজের
খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর হজ কোটার প্রায় ৩৫ শতাংশ পূরণ করতে পারেনি
বাংলাদেশ। ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা থাকলেও বাংলাদেশ থেকে মোট হজযাত্রী
ছিল ৮৫ হাজার ২৫৭ জন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জন্যও
একই সংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ। এবার যাতে কোটা পূরণ হয়, সেজন্য আগে
থেকেই বিমানভাড়া কমিয়ে হজ প্যাকেজের খরচ কমানোর দাবি জানি আসছিলেন হজ
যাত্রী ও এজেন্সি মালিকরা।
গণহত্যা মামলায় প্রথম কারাগারে
পুলিশ কর্মকর্তা জসিম
জুলাই-আগস্ট
গণহত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার হওয়া পরোয়ানাভুক্ত আসামি ঢাকা মহানগর
পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীন
মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল। জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় প্রথম কোনো আসামি হিসেবে পুলিশের
এ কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল।
বুধবার (৩০ অক্টোবর)
বিকেলে এ সংক্রান্ত মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি
মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো.
মহিতুল হক এনাম চৌধুরী।
এদিন বিকেল সাড়ে ৩টার দিকে জসিম উদ্দীন মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিকেল ৪টা ৩৫ মিনিটে শুরু হয় শুনানি।
এর আগে গণহত্যায় অভিযুক্ত আসামি হিসেবে বুধবার সাবেক ডিসি জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করে পুলিশ।
এর মাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার হওয়া প্রথম কোনো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।
ট্রাইব্যুনালের
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, প্রাথমিক তদন্তে জসিম উদ্দীনের
বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ
পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির
আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখের সই করা পৃথক প্রজ্ঞাপনে জসিম
উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এর আগে তিনি
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। গত ২৭ অক্টোবর চেয়ারম্যান
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ
কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ২০ নভেম্বর তাদের
হাজির করার আদেশ দেন আদালত। জসিম সেই ১৭ জনের একজন।