রোববার ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ৭ কলেজ, আলাদা রেজিস্ট্রার
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১:২৪ এএম |



ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রশাসনিক স্থবিরতা দূর করতে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি ব্যবস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকবে।
তবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আলাদা রেজিস্ট্রার, কর্মকর্তা ও কর্মচারী থাকবেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন।
এ বিষয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস-সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটি জায়গা ঠিক করা হবে, যেখানে সাত কলেজের প্রশাসনিক কাজকর্মগুলো করা যায়।
তিনি বলেন, তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে, আলাদা রেজিস্ট্রারসহ সুনির্দিষ্ট কর্মকর্তা–কর্মচারী থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম সংগঠক আব্দুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।  
তিনি আরও বলেন, আমাদের কেবল প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। উপদেষ্টা আমাদের একটি পথ দেখাতে চেয়েছেন। তিনি বলেছেন, তোমরা এ পথে আসতে পারো, আসলে এরকম হবে। এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি।
এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুর রহমান লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাত কলেজের জন্য কোনো প্রশাসনিক ভবন হবে না, হতে দেব না!
২০১৭ সালে রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্ত সাতটি সরকারি কলেজের সিলেবাস প্রণয়ন, ভর্তি কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি নির্ধারণ, সনদ প্রদানসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অধিভুক্তির ফলে গত কয়েক বছরে নানা সংকটের কারণে সুফলের বদলে বারবার ভোগান্তির শিকার হয়েছেন তারা। তাই কয়েকদিন থেকে সাত কলেজ নিয়ে স্বতন্ত্র প্ল্যাটফর্মের দাবিতে একদল শিক্ষার্থী আন্দোলন করছেন।
এর আগেও একাধিকবার বিভিন্ন মহল থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার আন্দোলন হয়। তবে সেসব আন্দোলনে কোনো সমাধান হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাত সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।













সর্বশেষ সংবাদ
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
কুমিল্লায় শীতে কাবু শিশুরা
অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে জনসভা আজ
এড. নাজমুস সা’দাত বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ আসিফ আকবরের বাসায় কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লায় মাদক পরিবহনে বাড়ছে নারীদের সম্পৃক্ততা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২