মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২
‘দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবেনা’ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ
শাহীন আলম, দেবিদ্বার
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১:২১ এএম |

 ‘দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবেনা’ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ


 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আর ফ্যাসিবাদের পুর্নবাসন হবে না, দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিয়েছে। পরবর্তী সরকারে কে আসবে তা নির্ধারণ করবে জনগণ, জনগণ যদি মনে করে এমন কাউকে ক্ষমতায় আনবে যারা পূর্বের মত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে, তার দায়ভারও তাদেরকেই নিতে হবে। এখন সিদ্ধান্ত আপনারা কাকে আগামীতে ক্ষমতায় আনবেন। 
শুক্রবার (১ নভেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আবদুল্লাহ। 
নিজের এলাকা দেবিদ্বার প্রসঙ্গে হাসনাত বলেন, দেবিদ্বারে কোনভাবেই চাঁদাবাজিকে স্থান দেওয়া হবে না। এটি রাজনৈতিক ও সামাজিকভাবেই সকলকে মোকাবেলা করতে হবে। দেবিদ্বারের অবস্থা এমন হয়েছে, যারা রাজনীতিতে আসছে তারা বিদেশে থাকছে এবং দেশে এসে পৈত্রিক  কৌটায় ক্ষমতায় আসছে। তাদের নিজেদের মধ্যে পাতানো বিরোধী বিরোধী খেলা আছে, অর্থাৎ সরকারে গেলেও আমার পরিবার বিরোধী গেলে আমার পরিবার।  যারা গত ১৬ বছর মানুষের ওপর জলুম নির্যাতন করেছেন তাদেরকে সমঝোতার মাধ্যমে  মামলা থেকে বাদ দেয়া হয়েছে।  আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আপনারা যারা নির্যাতনের শিকার হয়েছেন আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন এবং আইনি সহায়তা নিবেন। এরজন যারা বাধা দিবে তাদের নামগুলো প্রকাশ করবেন। 
বক্তেব্য তিনি আরও বলেন, দেবিদ্বারের যানজট নিরসনে রোড ডিভাইডার করার কাজ শুরু করা হচ্ছে এবং বাজারও স্থানান্তর করা হবে। কেউ যাতে সিন্ডিকেট করে বাজারে পন্যের দাম বাড়াতে না পারে সেজন্য খুব শিগ্রই পৌর ব্যবসায়ী সমিতিকে ঢেলে সাজিয়ে  নিবার্চনের মাধ্যমে নতুন ব্যবসায়ীবান্ধব কমিটি গঠন করা হবে। 
হাসনাত আরও বলেন, দেবিদ্বারে যারা শহীদ ও আহত হয়েছেন আমি বিভিন্ন ফাউন্ডেশনে গিয়ে গিয়ে তাদের জন্য অর্থ সহায়তা এনেছি। ইতোমধ্যে দেবিদ্বারের ১০ শহীদ পরিবারের মাঝে ২০ লক্ষ টাকা দেয়া হয়েছে, বাকি দুই শহীদের নাম আমার কাছে পরে এসেছে এবং আহতদের দেয়া হয়েছে ৬ লক্ষ টাকা। আজকে শহীদ ও আহত পরিবারে মাঝে ১৩ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। এটি সরকারি কোন অনুদান নয়, সরকার জুলাই স্মৃতি ফাউন্ডশন করেছে ওই ফাউন্ডেশনের মাধ্যমে আরও অনুদান দিবে।  
বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ,  মোহতাদির যারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের। 
অপরদিকে একই দিন বিকালে ফ্যাসিবাদ পরবর্তী আগামী দেবিদ্বার নিয়ে জনগণের ভাবনা ও রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ। ওই সভায় আরও বক্তব্য রাখেন, বুয়েটের শিক্ষক ড. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পারভেজ সরকার, জাতীয় গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, ভিপি ময়নাল হোসেন প্রমুখ। 














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার
কুমিল্লায় বজ্রপাতে কৃষক ও ছাত্রসহ ৫ জনের মৃত্যু
ফাহাদের বাড়িতে শোকের মাতম
আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করবে বিএনপি - হাজী ইয়াসিন
কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের গু*লি করা সেই ফাহিম গ্রেফতার
কুমিল্লায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৫ জন
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
কুমিল্লায় শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২