রোববার ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১
এনামুল-অমিতের সেঞ্চুরি, ১৫৮ রানে অলআউট রংপুর
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ১২:২৩ এএম |





জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন এনামুল হক বিজয়। থেমেছিলেন ৯৫ রানে। এবারের লিগের প্রথম সেঞ্চুরির আক্ষেপ তৃতীয় রাউন্ডে এসে ঘোচালেন খুলনা বিভাগের ওপেনার। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নেন এনামুল। শুধু তিনি-ই নন, খুলনার আরেক ওপেনার অমিত মজুমদারও পেয়েছেন সেঞ্চুরির দেখা।
উদ্বোধনী জুটিতে দুজন ২৩০ রান জমা করেন। তাদের সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন বিশাল পুঁজি পেয়েছে খুলনা। টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে তাদের সংগ্রহ ৩৫৮ রান। এনামুল ১৬৯ বলে ১২৫ রান করেন ১৩ চার ও ৩ ছক্কায়। অমিত প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি তুলে করেন ১৪৫ রান। ২৩৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া ইমরুল কায়েস ৪৬ ও অধিনায়ক কাজী নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৬ রান। টিপু সুলতান ও জিয়াউর রহমান অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
এদিকে সিলেট বিভাগের তিন পেসারের তোপে মাত্র ১৫৮ রানে অলআউট হয়েছে রংপুর বিভাগ। বগুড়ায় সিলেটের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে নাস্তানাবুদ হয়েছে রংপুর। তিন পেসার রাজা, রাহী ও খালেদ তিনটি করে উইকেট পেয়েছেন। অপর উইকেটটি নেন তোফায়েল। রংপুরের ব্যাটিং ব্যর্থতার দিনে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক আকবর আলী। ৩৩ রান আসে খালিদ হাসানের ব্যাট থেকে। জবাব দিতে নেমে সিলেট বিনা উইকেটে ২৪ রান তুলে খেলা শেষ করে।
কক্সবাজারে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডে পণ্ড হয়েছে দুই ম্যাচের খেলা। একাডেমি গ্রাউন্ডে তাও ২৬ ওভার খেলা হয়েছে, মূল মাঠে কোনো বলই মাঠে গড়ায়নি। একাডেমি মাঠে ঢাকা বিভাগের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম বিভাগ ১ উইকেটে ১০৭ রান তুলেছে। ১ রানে রান আউট হন সাব্বির হোসেন। এরপর পারভেজ হোসেন ইমন ৫৪ ও সাজ্জাদুল হক রিপন ৪৬ রান করে দিনের খেলা শেষ করেন।


















সর্বশেষ সংবাদ
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
কুমিল্লায় শীতে কাবু শিশুরা
অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে জনসভা আজ
এড. নাজমুস সা’দাত বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ আসিফ আকবরের বাসায় কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লায় মাদক পরিবহনে বাড়ছে নারীদের সম্পৃক্ততা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২