প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৫:১৫ পিএম |
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদে স্থানীয় ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে কম্পিউটার ও সরঞ্জাম উপহার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উত্তর হাওলা ইউপি সচিব জাহাঙ্গীর আলম সেলিমের হাতে আনুষ্ঠানিক ভাবে যুবদলের এ উপহার তুলে দেন দলীয় নেতৃবৃন্দ।
জানা যায়, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গনবিপ্লবের পর উত্তর হাওলা ইউপি অফিসে ভাংচুর ও লুটতরাজ চালায় দুষ্কৃতিকারীরা। এতে কম্পিউটারাইজড সকল সেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে ইউনিয়নবাসী।
তাই উক্ত ইউনিয়ন পরিষদের কাজের সুবিধার্থে ও ইউনিয়নবাসীর ভোগান্তি লাঘবে ইউনিয়ন যুবদল নেতা কাতার প্রবাসী সালেহ আহমেদের সার্বিক সহযোগিতায় উত্তর হাওলা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে কম্পিউটার ও সরঞ্জাম উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বরল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিন্টু। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক কালু মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী শাহাদাত হোসেন তুষার।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জুয়েল ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্য মোদাব্বের হোসেন, ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মাসুদুর রহমান মাহফুজ, উপজেলা যুবদলের সদস্য আরিয়ার আনোয়ার, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন, সদস্য সচিব আব্দুর রহমান খোকন,যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন, যুবদলের সদস্য ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ।
এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ গত ১৬ বছর লুটপাট ও ধ্বংসের রাজনীতি করেছে। গত ৫ আগস্টের পর উত্তর হাওলা ইউপি অফিসে পরিকল্পিত হামলা ও ভাংচুর চালায় দুবৃর্ত্তরা। আমরা তার প্রতিবাদ জানাই। জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগি সংগঠন জনগণের সেবায় বদ্ধপরিকর। তাই উত্তর হাওলা ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষে আজ আমরা কম্পিউটার ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করি।