কুমিল্লার লালমাই উপজেলার কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক সড়কের বাগমারা বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে ৪টি দোকানের পলিথিন জব্দ করা হয়। এসময় অবৈধভাবে সড়ক দখল করে দোকান পরিচালনা করা ও অত্যাবশকীয় পণ্যের লাইসেন্স না রাখার দায়ে ৯ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন লালমাই থানা পুলিশের উপ- পরিদর্শক মো: আশরাফ সহ সঙ্গীয় ফোর্স।
সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার বলেন পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সড়ক পরিবহন আইন, ২০১৮ , অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ধারায় ৯ টি মামলায় আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশের সুরক্ষায় পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করতে পলিথিন জব্দ করা হয়।রাস্তা দখল করে দোকান পরিচালনা এবং যানবাহন পার্কিং নিরুৎসাহিত করতে ও ডিলিং লাইসেন্সের জন্য মৌখিক ভাবে সকলকে জানানো হয় এবং সর্তক করে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।